| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়া এনে
তোমার কপালে ছোঁয়াবো গো
ভাবি মনে মনে
আকাশের নীল থেকে তারার কান্তি এনে
তোমার কপালে ছোঁয়াবো গো
ভাবি মনে মনে
সবই যে মধুর লাগে অনুরাগে হিয়া জাগে
গোপন স্বপনগুলো জীবনের দিশা পেল
আমারও পরান বীণা সুরে সুরে ভরে যায়
এ মনে লুকানো লাজ তারা হয়ে জ্বলে আজ
কাজল কালো আঁখি পাখি হয়ে যায় ডাকি
তাই বলি ভালবাসা প্রাণে দোলা দিয়ে যায়।।
২|
০১ লা জুলাই, ২০১৫ বিকাল ৩:২০
তৌফিক মাসুদ বলেছেন: ভাল লাগা একটি গান। অমর হয়ে থাকবে।
৩|
০১ লা জুলাই, ২০১৫ বিকাল ৩:৩০
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো লাগা গান
©somewhere in net ltd.
১|
০১ লা জুলাই, ২০১৫ বিকাল ৩:১৫
অবিবাহিত জাহিদ বলেছেন: Valo laglo
ভাবি মনে মনে