![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বরষা নামুক, মনখারাপ,
ভেজা দেহে মিষ্টি পাপ,
গুঁড়ো গুঁড়ো আলতাবিন্দু জমাক চুল,
মেঘের ঘর, অন্য দেশ,
ছাদের ডানায় নিরুদ্দেশ,
আজ মনেরা করুক রাতে কৃষ্ণভুল।
সূর্যঘুম, ঝিমঝিমায়,
চোখের পাপড়ি রিনরিনায়,
স্বপ্নভাসি উড়াল হবে প্রেমগাঁদায়,
কদমকেশর হাতের রোম,
ঠোঁটের দাগ, রবিসোম,
ছলাতছল জল প্রজাপতি উড়লো পায়।
মিলনডাক, রক্তখুন টগবগায়, সুখআগুন।
হরমোনেরা পংখীরাজে উড়ালস্রোত,
বাঁশির সুর কান সরস, বিজলিবাজি? ভরসাহস।
তমালকালো ত্বকে মেশা কী বিদ্যুৎ!
মোবাইলডাক, সে-রিংটোন,
ধড়াস বুক, গহিন বন,
নীলাম্বরী অন্ধকারে নেই আলো,
তবুও টান, অন্তহীন, সেতারতারে ভায়োলিন,
ভেজা দুজন লেপ্টে থাকি শেষ ভালো।
©somewhere in net ltd.