| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
তোমার টানে সারাবেলার গানে
ভোরের অন্তমিল নিশীথ জানে
নিষেধ মানবে দিবানিশি হৃদয়
তোমার কান্না সে কি আমারও নয় 
কালের হিসাব দেবে কোন সঞ্চয় 
কি যন্ত্রণা পথিক প্রাণে
তোমার সঙ্গে একা দেখা হবে
আমার সুজন তুমি কথা দেবে 
ঝড়ের খোঁজে তুমি সঙ্গী হবে
তুমিই পাবে অধীর প্রাণে।
©somewhere in net ltd.
১|
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫  বিকাল ৩:৫৫
আমি বিশাল...... বলেছেন: অনেক প্রিয় একটা গান