![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেঘ নেমে এলো তার জানালার কাছে
হাওয়া ডেকে নিল তার আলগোছে মন
কি জানি তোমার মনে আছে কি না আছে
মুখে যে বলেনি কিছু আমি সেই জন
শুকনো পাতাতে হওয়া সারাটি দুপুর
যার লোভে বাজিয়েছে কিশোরী নূপুর
যার টানে ভাসে ঘর ও দুটি নয়ন
তুমি কি জাননা শুধু আমি সেই জন
ছলকে উঠেছে জল দুলছে বাতাস
বলে যাও তার কথা ধরনী আকাশ
তোমার পায়ের কাছে হে মহাজীবন
রেখেছি আমার প্রেম আমিই সে জন
©somewhere in net ltd.
১|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৩৫
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: অসাধারণ একটি গান , ধন্যবাদ শেয়ার করার জন্য