নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেঘপিয়ন

মেঘপিয়ন › বিস্তারিত পোস্টঃ

তাকে যত তাড়াই দূরে দূরে

২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১২

তাকে যত তাড়াই দূরে দূরে
তবু সে আসে মেঘলা চোখে ঘুরে ফিরে
থাকি আমি ভয়ে দূরে দূরে
যদি সে গেয়ে ওঠে অন্য কোনো সুরে

আজকাল বা পরশু
যদি সে এসে দাঁড়ায়
ছায়ার মত আমার ছায়ায়

ছায়ারও ছায়াতে সে অন্যজন
ভরদুপুরে একলা রাতে অন্যমন

সে অবুঝ খেয়ালি
সে ভীষণ একাকি
আবেগ সবই তার তো ফাঁকি

এখনো ভাবে সে ফুটবে পলাশ
ডাকবে কোকিল
বিছানায় সে ফিরবে পাশ।

- অন্য বসন্ত



আজ এই গান নিয়ে লিখতে গিয়ে খুঁজতে গিয়ে দেখি আমি নিজেই আগে একবার মহীনের ঘোড়াগুলির তাপসের গাওয়া গানটা নিয়ে লিখে ফেলেছি! অথচ মনে হলো নতুন একটা গান শুনছি, কি আশ্চর্য। সুচিত্রা ভট্টাচার্য্য এর "অন্য বসন্ত" উপন্যাস অবলম্বনে বানানো ছায়াছবিতে বিমূর্ত গানটির সুন্দর উপস্থাপন ও দৃশ্যায়ন দেখে আবার লিখে ফেললাম।

যত উপন্যাসের সেলুলয়েডে চিত্রায়ন দেখেছি, তার সবগুলো দেখে সবসময় মনে হয়েছে মূল গল্পের গুরুত্বপূর্ণ অনেক কিছুই বাদ পড়ে যায়। ছায়াছবি মূল কাহিনীকে ছাড়িয়ে তো যেতে পারেই না, বরং দেখা শেষ হলে মনে হয় কি দেখলাম আর কেন দেখলাম। এর চেয়ে বৈ অনেক ভাল ছিল। "অন্য বসন্ত" সে দিক থেকে মূল কাহিনীকে অনেক দিক দিয়ে ছাড়িয়ে গেছে যদিও ছায়াছবিতে কেন্দ্রীয় চরিত্রদের বেশি প্রাধান্য দেয়া হয়েছে।

এই রইলো পুরো ছায়াছবি


আর এই রইলো পুরো উপন্যাস এই লিঙ্কে

দুই গানে একটা লাইনে পার্থক্য রয়েছে, পাঠকের জন্যে কুইজ হিসেবে রইলো।

পুরোনো লেখার লিঙ্ক

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২১

প্রামানিক বলেছেন: ভাল লাগল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.