![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঐতো তোমার হাতের মুঠোয়
চোখের পলক রাখা
আলতো ঘুমে দু ঠোট ছুঁয়ে
ইচ্ছে মেলে পাখা
ঐতো সুখের অবাধ্য মন
কাঁপছিল অকারণ
একই আদর মাহভাদর
একই তো উচ্চারণ
এক মূহুর্ত যায়
এক মূহুর্ত হাসে
অন্য উছলানো গল
অন্য গল্পের ঘাসে
মন ভাঙে মন
যেমন ঘটে সচরাচর
তোমার মুখে আমার ছায়ায়
ভুল প্রতিশ্রুতির আঁচড়
কে থমকে দাঁড়ায়
পুরনো পাড়ায়
মূহুর্তরা মূহুর্তের কাছে ঋণী
মূহুর্ত আমি তোমাকেও কিছু চিনি
ঐতো তোমার ঘাসের বিকেল
দুলছে ঝুলন সাঝে
নরম চোখে ছুড়ছে ধুলো
প্রেমিক তীরন্দাজে
মিঠে পাতার পিঠে আঙুল
ছিটে রুমাল লাজুক
গালচে ছাতায় লালচে চিবুক
কালচে চুমুতে সাজুক
সেইতো তুমি কাঁদছো আবার
সবাই যেমন কাঁদে
এমন কষ্ট হয়না ছাপা
স্থানীয় সংবাদে
ঐতো আঘাত একলাটি ছাদ
নিষ্কালো সমঝোতা
পাতায় পাতায় উল্টানো রঙ
অমর চিত্রকথা
কে থমকে দাঁড়ায়
পুরনো পাড়ায়
মূহুর্তরা মূহুর্তের কাছে ঋণী
মূহুর্ত আমি তোমাকেও কিছু চিনি
- চন্দ্রবিন্দু
১৬ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৪০
মেঘপিয়ন বলেছেন: আরে মিতা দেখি - একই নাম যে। ঃ)
কি রকম থাকলে মানুষ এই রকম গান শোনে বলেন তো দেখি মিতা?
২| ১৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৪০
মেঘপিয়ন বলেছেন: একই তো উচ্চারণ
এক মূহুর্ত যায়
এক মূহুর্ত হাসে
অন্য উছলানো গল
অন্য গল্পের ঘাসে
মন ভাঙে মন
যেমন ঘটে সচরাচর
তোমার মুখে আমার ছায়ায়
ভুল প্রতিশ্রুতির আঁচড়--------------- আর কিছু কি বলতে হবে ??
এই চরাচরে নাকি এক জন মানুষ এর মত দেখতে আরও ছ'জন থাকে (৭ কপি) , আমার মনে দেখতে শুধু নয় মন , চিন্তা ভাবনা মিলে যায় এমন কপি ও থাকে নিশ্চিত , এট লিস্ট আপনার নিক ,গান পোস্ট দেখে বার বার সেই অনুভব টাই হয় । আমি নিজেই নিজের কপি হয়ে পোস্ট করছি নাত !! sleepwalking এর মত sleepbloging
©somewhere in net ltd.
১|
১৬ ই অক্টোবর, ২০১৫ ভোর ৪:২১
মেঘপিয়ন বলেছেন: সেইতো তুমি কাঁদছো আবার
সবাই যেমন কাঁদে
এমন কষ্ট হয়না ছাপা
স্থানীয় সংবাদে
ঐতো আঘাত একলাটি ছাদ
নিষ্কালো সমঝো.।.।.।.।.।.।.।.।।
কেমন আছেন?