![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ঘরের হইনি বাহির আমায় টানে
আমি তোমার হইনি শুধু আকাশটা জানে
আমি পথ থেকে পথে যাই
দূর থেকে দূরে
আমি তোমার জন্য গাই
একটা গান সুরে
আমি তোমায় ভুলে বলো যাবো কোনখানে
তাই তোমার হইনি আকাশটা জানে।
আকাশ সেথা মেশে আমার পাশের গাঁয়ে
সেথা বাতাস বলেছে আমার কানে কানে
আমি খুঁজিনি কখনো আকাশের মানে
তাই তোমার হইনি আকাশটা জানে।
আমি ঘরের হইনি বাহির আমায় টানে
আমি তোমার হইনি শুধু আকাশটা জানে
আমি পথ থেকে পথে যাই
দূর থেকে দূরে
আমি তোমার জন্য গাই
একটা গান সুরে
আমি তোমায় ভুলে বলো যাবো কোনখানে
তাই তোমার হইনি আকাশটা জানে
- লিমন
১৬ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৩
মেঘপিয়ন বলেছেন: কোন আপা? লিঙ্ক দিয়েন তো ভিটামিন সি। গানের লিরিক্স পেলে ভালই লাগবে।
২| ১৫ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০৬
কানিজ রিনা বলেছেন: বাহিরের টানে না হয়েছ ঘরের। পরের টানে পেয়েছ
নীড় নিজের করে! যাদের টানে হযেছ পর তারাও
কি পেয়েছে আপন মনে। আকাশ জানে বাতাস
জানে বসবাস তব শুন্য।
১৬ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৫
মেঘপিয়ন বলেছেন: বড়ই ধ্রুব সত্য। কারো পুরোপুরি হতেই পারিনি আসলে জীবনে - না ঘরের, না বাহিরের।
"ছুটতে ছুটতে বহুদূরে চলে গেছি আমি
অজানা এক নীরবতার সুরে"
৩| ১৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০৩
ভিটামিন সি বলেছেন: http://www.somewhereinblog.net/blog/songs মেঘপিয়ন দাদু, এই লন লিরিকস আপার ব্লগ লিংক। এখানে অনেক গানের লিরিকস পাবেন।
©somewhere in net ltd.
১|
১৫ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:০৩
ভিটামিন সি বলেছেন: প্রিয় গান। পোষ্ট টা দিল কেডায় দেহি তো। আগে তো লিরিকস আপায় দিতো। উনি তো হারায়া গেল গা। তাই আর ব্লগে লিরিকস দেখি না। ভাল্লাগছে।