| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
ইচ্ছে গাড়ি দিচ্ছে তাড়া, টুকরো একটা ভোর
আমার পাশে এইতো আমি, দুজনের সফর
ব্যাগে নিলাম হালকা টি-শার্ট, আলগা অভিমান
ওই গাছের কাছে সবুজ ঝালর, ঢেউয়ের কাছে স্নান। 
 
বৃষ্টিবিদায় বৃষ্টিবিদায় 
ভিজি আমারই মতন, কি আসে যায়!  
নোনা হওয়ার ঝাক, এলোমেলো হুল ফোটাক
সন্ধ্যেয় ঠিক আন্তরিক 
সূর্য ছোয়া-রা, কত সহজ ফোয়ারা
খেলনা মন - আপনজন। 
দেয়ালে দাগ, নষ্ট পরাগ, সোনার কাঠির ছাপ  
ভাঙ্গা কাপে কুড়িয়ে পেলাম তিনটে চারটে কাপ 
সিক্স পকেটে কোনখানে ঠিক কোন গলিতে ভুল
এই অল্প শ্বাসের থু দিয়েছি ভাসান বেলার চুল। 
বৃষ্টিবিদায় বৃষ্টিবিদায় 
ভিজি আমারই মতন, কি আসে যায়!  
- অপরাজিতা তুমি 
২| 
১০ ই ডিসেম্বর, ২০১৫  সন্ধ্যা  ৬:৪৫
রক্তিম দিগন্ত বলেছেন: ভালো লাগলো।
৩| 
১০ ই ডিসেম্বর, ২০১৫  রাত ১০:৪৫
তুষার কাব্য বলেছেন: বৃষ্টিবিদায় বৃষ্টিবিদায় 
ভিজি আমারই মতন, কি আসে যায়! 
  
বাহ !
৪| 
১১ ই ডিসেম্বর, ২০১৫  সন্ধ্যা  ৭:৪৫
সুমন কর বলেছেন: ভালো লাগা রইলো।
৫| 
১৪ ই ডিসেম্বর, ২০১৫  রাত ১১:২৫
আমি ময়ূরাক্ষী বলেছেন: বাহ। ভালো লাগলো।
©somewhere in net ltd.
১|
১০ ই ডিসেম্বর, ২০১৫  সন্ধ্যা  ৬:১০
ধমনী বলেছেন: সুন্দর।