![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমাকে না লেখা চিঠিটা ডাকবাক্সের এক কোণে
সাদা খামের না লেখা নাম এঁকেছে তার কানে
সেই চিঠি যত লেখা থাকে একা একা
সেই গানের না শোনা সুর একা একা আঁকা
ছুঁয়ে যায় তবু কখন এসে।
যদি বলি সে সবই তোমারই
একা চিঠি একা আঁকা গান।
আমি আমিতে ভাসিনি কোনোদিনও নীলে
তুমি তোমার দু’চোখে সেই নীল ছুঁলে
আজও আমার সারাটা নীল থাকে একা একা
সেই চিঠির না পড়া সুর একা একা আঁকা
ছুঁয়ে যায় তবু কখন এসে।
যদি বলি সে সবই তোমারই
দু’চোখে ভেসে যাওয়া এ নীল আমার।
তোমার সাথে খেলার ছলে
তোমার কথায় ছিলাম ভুলে
সেই খেলা নিয়ে
ছিলাম হারিয়ে গিয়ে
আজ খেলা শেষে এ শহরে
হারিয়ে ফেলে খুঁজি তোমায়
আজ এতো আলোর এ আঁধারে
এ মন তোমাকেই ছুঁতে চায়।
তুমি ছিলে তোমার সাথে
একলা চাঁদে একলা রাতে
আমি আমায় নিয়ে
ছিলাম হারিয়ে গিয়ে
আজ একা একা এ শহরে
হারিয়ে ফেলে খুঁজি তোমায়
আজ এতো আলোর এ আঁধারে
এ মন তোমাকেই পেতে চায়।
২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৬
কল্লোল পথিক বলেছেন: চমৎকার কবিতা।
কবিতায়+++++++++++++++
৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৮
দিশেহারা রাজপুত্র বলেছেন:
শুরুটা চমৎকার। +
৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৯
সুমন কর বলেছেন: চমৎকার হয়েছে।
©somewhere in net ltd.
১|
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৫
বিজন রয় বলেছেন: সে চিঠি কেবলই তোমার জন্য।
+++++++