![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কি আশা নিয়ে জেগেছি সকালে
আঁকলাম সূর্য তোমার কপালে
অথচ সারা আকাশ জলে বিম্বিত
দৃষ্টি বিভ্রম কল্পনা প্রসূত।
রকম অনেক আশা নিয়ে আমি জেগে উঠি
ক্ষত সেরে গেলে আবার বিব্রত হয়ে উঠি
আলো আরো আলো
আঁধার ঘনালো।
আমার এই প্রাণ বৃথাই
উড়ে বেড়ায় তোমারই ছায়ায়
কি এক উৎকন্ঠা আমার
সাঁঝের মেঘ ভেসে যায় ভেসে যায়
আমি বুঝেছি যে হায় শিশুর মত হতে হয়
সরল হয়।
যা কিছু সব আঁকা হয়
তবু সে মুখ আসে না যে মায়ায়
আসলে এরকম কোন মুখ নেই যে
আসলে এরকম মানুষ নেই যে
সবই আছে মায়ায়
মায়াবাদী নই আমি এই ধরায়।
আমার এই প্রাণ বৃথাই
উড়ে বেড়ায় তোমারই ছায়ায়
কি এক উৎকন্থা আমার
সাঁঝের মেঘ ভেসে যায় ভেসে যায়
আমি বুঝেছি যে হায় শিশুর মত হতে হয়
সরল হয়।
আসলে এরকম কোন মুখ নেই যে
আসলে এরকম মানুষ নেই যে
সবই আছে মায়ায়
মায়াবাদী নই আমি এই ধরায়...
©somewhere in net ltd.
১|
১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২০
ডঃ এম এ আলী বলেছেন: দারুন উপভোগ্য কবিতা।
শুভেচ্ছা রইল