![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ শ্রাবণের বাতাস বুকে
এ কোন সুরে গায়
আজ বরষা নামলো সারা
আকাশ আমার পায়।
আজ শুধু মেঘ সাজাই মেঘে
আজ শুধু মেঘ বুকে
আজ শুধু বিষ ঢালবে আকাশ
বিষ মেশানো সুখে
দাও ঢেলে দাও
যে প্রেম আমার হৃদয় জলে যায়
আজ বরষা নামলো সারা
আকাশ আমার পায়।
দিগন্তলির মাঠের উপর
কাঁদছি আমি সুরে।
এই কপালের সমস্ত তাপ
বরষা দেবে ধুয়ে।
এর বেশি কি পাওয়ার থাকে
এর বেশি কে চায়
আজ বরষা নামলো সারা
আকাশ আমার পায়।
২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৩০
শাহরিয়ার কবীর বলেছেন: দারুন লিখেছেন+++
©somewhere in net ltd.
১|
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৫৩
ভ্রমরের ডানা বলেছেন:

যে প্রেম আমার হৃদয় জলে যায়
আচ্ছা, এটা মনে হয় জ্বলে হবে। কবিতা সুন্দর হয়েছে। খুব ভাল মিষ্টি কবিতা।
প্রথম প্লাস +