| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
সবাই যখন ঘরে লুকায় এই বর্ষায় 
আমরা কজন পথে হাঁটি বৃষ্টি গায়ে 
আমি জানি চোখ বুজলেই ভিজবে আমার মন 
তোমরা শুধুই বৃষ্টি দেখো, ভিজতে বারন!
সাহস করে একবার শুধু পথে নেমে পড় 
শরীর নাহোক মনটা ভিজুক 
অবিরাম এই জীবন যেন থেমে থাকে না 
ধুয়ে যাক সব ক্লান্তির বোঝা
দূর থেকে দূর আরো দূর
আকাশ ভেঙ্গে চুর চুর
আমি হাঁটতে থাকি সময় কাটে না 
আমার ছায়াও যেন ভীষণ রাগ 
খুঁজতে খুঁজতে সকাল রাত 
এপার অপার শুধুই সবুজ ..
রাত্রি নামে আমার ছায়াও হারায় 
তবু তোমার দেখা মেলে না 
বৃষ্টিতে দেখা যায় না চোখের জল 
হাসিমুখে তাই ভিড়ে হারাই ...
২| 
১৪ ই নভেম্বর, ২০১৬  সন্ধ্যা  ৭:১১
ভ্রমরের ডানা বলেছেন: বাহ!
৩| 
১৪ ই নভেম্বর, ২০১৬  রাত ৯:৩০
সুমন কর বলেছেন: চমৎকার !!  +। 
গলা এবং সুর, সুন্দর লাগল।
©somewhere in net ltd.
১|
১৪ ই নভেম্বর, ২০১৬  সন্ধ্যা  ৭:১১
ভ্রমরের ডানা বলেছেন: বাহ!