| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
শ্যামলীতে তোমার কথা ভাৰতে ভাবতে যাই 
শের শাহ রোডে এসে দেখি তোমার দেখা নাই 
ফুল কিনবো বলে আমি শাহবাগে গিয়ে 
তোমার জন্যে কিনে আনি সবুজ রঙা টিয়ে
টিয়ে হাতে অবাক কিছু চোখের লক্ষ্য তাই 
টিএসসির ঐ জনারণ্যে নাই তুমি নাই 
তুমি নাই, তুমি নাই, তুমি নাই-নাই-নাই 
তুমি নাই, তুমি নাই, তুমি নাই-নাই-নাই।  
অনেক মানুষ কোলাহলে পাখি উড়ে যায় 
দোয়েল চত্বরে এসে আমার বড্ড তেষ্টা পায় 
হাইকোর্টের মাজার গেটের পাকুড় গাছের কাছে
তোমার আমার ভালোবাসার গন্ধ লেগে আছে
স্মৃতির এই শহরে কিছু সবুজ খুঁজে পাই 
রিকশা করে একা সেগুনবাগিচাতে যাই 
তুমি নাই, তুমি নাই, তুমি নাই-নাই-নাই
তুমি নাই, তুমি নাই, তুমি নাই-নাই-নাই।   
সেগুনবাগিচাতে সেগুন গাছের হাহাকার
কোন সড়কে গেলে পাবো তোমার দেখা আর 
ভাবনাগুলো মাথার ভেতর ঘুরপাক খায় ঘোরে
অবাক হয়ে দেখি আমি লোকালের মোড়ে  
লালবাগে তোমার কথা ভাবতে ভাবতে যাই
সাত রওজাতে এসে দেখি তোমার দেখা নাই 
তুমি নাই, তুমি নাই, তুমি নাই-নাই-নাই
তুমি নাই, তুমি নাই, তুমি নাই-নাই-নাই। 
আনন্দ বেকারিতে যেয়ে বাখরখানি কিনে 
খুঁজে যাবো বন্ধু তোমায় অলিগলি চিনে
তোমার খোঁজে পুরনো ঢাকার গলি থেকে পথ 
বেছারাম দেউড়িতে গিয়ে করেছি এ শপথ
এই শহরে নিয়ন-জ্বলা রাত্রি দেখে যাই
বুডিগঙ্গার তীরে দেখি বন্ধু তুমি নাই
তুমি নাই, তুমি নাই, তুমি নাই-নাই-নাই
তুমি নাই, তুমি নাই, তুমি নাই-নাই-নাই। 
২| 
১৬ ই নভেম্বর, ২০১৬  রাত ১২:০৮
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: লগেইতো বসা। নাই আবার ক্যামনে?
৩| 
১৬ ই নভেম্বর, ২০১৬  রাত ১:০৭
কবীর বলেছেন: সুন্দর
©somewhere in net ltd.
১|
১৬ ই নভেম্বর, ২০১৬  রাত ১২:০৬
বর্ষন হোমস বলেছেন: মচৎকার