| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
আমি যারে চাইরে
সে থাকে মোরই অন্তরে
আমি তারে পেয়েও হারাইরে 
আমি তারে পেয়েও হারাইরে
আমি যারে চাইরে
সে থাকে মোরই অন্তরে। 
এই আছে এই নাই 
অন্তরে নিয়েছে ঠাঁই
বিরাজ করে সে এ ভুবনে
আমি তারে পেয়েও হারাইরে 
আমি তারে পেয়েও হারাইরে
আমি যারে চাইরে
সে থাকে মোরই অন্তরে। 
ভক্তিতে মুক্তি 
জানি এ সত্যি 
বাসনা পূর্ণ হবে সাধনে
আমি তারে পেয়েও হারাইরে 
আমি তারে পেয়েও হারাইরে
আমি যারে চাইরে
সে থাকে মোরই অন্তরে
আমি তারে পেয়েও হারাইরে 
আমি তারে পেয়েও হারাইরে
-আজম খান 
 
২০ শে জানুয়ারি, ২০১৭  বিকাল ৩:৪৯
মেঘপিয়ন বলেছেন: আপনি ঠিক-ই গাইতেন। আমি ঠিক করে দিয়েছি।
২| 
১৭ ই জানুয়ারি, ২০১৭  সকাল ৮:১০
একজন সত্যিকার হিমু বলেছেন: কার গান দাদা ?
 
২০ শে জানুয়ারি, ২০১৭  বিকাল ৩:৫০
মেঘপিয়ন বলেছেন: শিল্পী - আজম খান 
সুর - আজম খান 
কথা - আজম খান / লাবু রহমান 
সাল - ১৯৭২
৩| 
১৭ ই জানুয়ারি, ২০১৭  দুপুর ১২:১৩
অতৃপ্তচোখ বলেছেন: সুন্দর গান। গুরুর জন্য অফুরন্ত ভালোবাসা
৪| 
১৭ ই জানুয়ারি, ২০১৭  দুপুর ১:০৫
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: 
ছবি দেখে বুঝে নিন কি বলতে চাই।
©somewhere in net ltd.
১|
১৭ ই জানুয়ারি, ২০১৭  ভোর ৪:১৮
হাইজেনবার্গ ০৬ বলেছেন: ভালো শেয়ার।
বিরাজ করে সে ভুবনে সে এর পরে 'এ ভুবনে' হবে কিনা?
ভক্তিতে মুক্তি
জানি এ শক্তি শক্তি হোবে না সত্যি হবে ? আপনার কাছে লিরিক্স লেখা থাকলে কনফার্ম কইরেন প্লিজ। এতোদিন আমি ভুল গাইতাম?