নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেঘপিয়ন

মেঘপিয়ন › বিস্তারিত পোস্টঃ

নিঃসঙ্গ - শিরোনামহীন

২০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৬

দীর্ঘশ্বাস তোমার রুক্ষ দেয়াল ছুঁয়ে
বিবর্ণ রাত্রি কাটে বিমূর্ত সময়
প্রার্থনা তোমার হারিয়ে যায় অন্ধকারে
স্তব্ধ এই বদ্ধঘরে অস্পষ্ট স্বরে

নিঃসঙ্গ একা তুমি
ক্লান্ত… জীর্ণ তুমি
অন্ধ দেয়াল জুড়ে
দুঃস্বপ্ন আছড়ে পড়ে।

পারবে কি ভেঙে দিতে এই দেয়াল?
পারবে কি ছেড়ে যেতে এই বাঁধন?
ধূলোমাখা জানালার আলো ছাড়িয়ে
পারবে কি ফিরে যেতে আবার?

আর্তনাদ তোমার বিদগ্ধ এ মন জুড়ে
প্রতিধ্বনি করে চুপিসারে
স্বপ্নগুলো কেন জড়িয়ে যায়ে এ মায়াজালে
দুঃসহ যন্ত্রনাতে, অশান্ত ঝড়ে

নিঃসঙ্গ একা তুমি
ক্লান্ত… জীর্ণ তুমি
অন্ধ দেয়াল জুড়ে
দুঃস্বপ্ন আছড়ে পড়ে।




মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৪

একজন সত্যিকার হিমু বলেছেন: এটা কি গানের লিরিক্স ?

২| ২০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:২৫

গুলশান কিবরীয়া বলেছেন: গানটা সুন্দর ।এটা যে একটি গান উল্লেখ করা উচিৎ ছিল ।

৩| ২০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩৮

কবি হাফেজ আহমেদ বলেছেন: গানটি ভালো লেগেছে। এটা যে একটি গান উল্লেখ করলে ভালো হতো ।

৪| ২০ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর গান।

ভালো লাগলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.