| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
কখনো কি তুমি আকাশকে বলেছ আমার কথা?
কখনো কি তুমি বাতাসকে ডেকেছ, জেনেছ, বুঝেছ আমার ব্যাথা, আকুলতা?
কখনো কি তুমি আমার, আমি তোমার বলে চিৎকার করে কাঁদোনি?
তারাদের সামনে…
জেনেছি তুমি জানো, জেনে আমার জন্য নাহয় কিছুটা মানো। 
কখনো কি তুমি আমার সঙ্গে হাঁটো?
হেঁটে যাই তবু অনন্ত পথঘাট…
কখনো কি পথ ভোলো, পথ চল ভেবে হতাশ হয়ে পড়োনি?
সময়ের সামনে…
জেনেছি তুমি জানো, জেনে আমার জন্য নাহয় কিছুটা মানো। 
জেনেছি তুমি জানো, জেনে আমার জন্য নাহয় কিছুটা মানো। 
সময় ছিল অল্প
জোছনা রাতে বৃষ্টি ভেজা আহত কিছু গল্প
মেলে স্বপ্ন ডানা
মেলে স্বপ্ন ডানা…
কখনো কি তুমি মনের আকাশে ভাসো?
অন্ধরাতে আমায় ভালবাসো?
কখনো কি তুমি ক্লান্ত, উদ্ভ্রান্ত মনে স্বপ্নের থেকে জাগোনি?
আমারই সামনে
জেনেছি তুমি জানো, জেনে আমার জন্য নাহয় কিছুটা মানো।
২| 
২০ শে জানুয়ারি, ২০১৭  বিকাল ৫:০২
শামীম সরদার নিশু বলেছেন: ভাল লাগলো খুব ।
ভাবছি আপনার লেখাটি গান বাধব।
যাই হোক আমি সামুতে নতুন। প্রোফাইল ঘুড়ে আসতে পারেন।
৩| 
২০ শে জানুয়ারি, ২০১৭  বিকাল ৫:১০
রাতের হাতছানি বলেছেন: ভাল ![]()
৪| 
২০ শে জানুয়ারি, ২০১৭  সন্ধ্যা  ৭:০০
একজন সত্যিকার হিমু বলেছেন: ভালোই লাগলো ।
৫| 
২০ শে জানুয়ারি, ২০১৭  সন্ধ্যা  ৭:৫৬
এফ.কে আশিক বলেছেন: ভালো লাগলো...
৬| 
২০ শে জানুয়ারি, ২০১৭  রাত ১১:০৭
অণু অণুভা বলেছেন: গানের থেকে পড়তেই ভালো লাগছে বেশি
সুন্দর 
©somewhere in net ltd.
১|
২০ শে জানুয়ারি, ২০১৭  বিকাল ৪:২৬
একজন সত্যিকার হিমু বলেছেন: দারুন লিখেছেন ।ভাল লাগলো খুব ।