![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেঘ ডাকবার দিন
মেঘকে ডেকো না
আমাকে ডেকো
ইচ্ছে যত তোমার মেঘ দেখবার
আমার চোখে দেখো।
মনে মনে মনে কথা বলি
তোমাকে বলা হয় না
আশা এক চোরাবালি
আমার পিছু ছাড়ে না।
ফিরে ফিরে আসি
তোমার তো ফেরা হয় না
এ পথ এক পোড়া বাঁশি
পথের শেষ বলে না।
মেঘ
শিল্পীঃ কাঁকন
অ্যালবামঃ মেঘ, বৃষ্টি আর হেঁয়ালির গান
২| ০২ রা এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৫৭
বিজন রয় বলেছেন: ছবিটি সুন্দর।
৩| ০২ রা এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:০৫
এ আর উৎপল বলেছেন: আরে ভাই ছাতা কেনার টাইম ত দিবেন নাকি ? নোটিশ ছারা ই !!!ধুর
৪| ০২ রা এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:২০
ধ্রুবক আলো বলেছেন: মনে মনে মনে কথা বলি
তোমাকে বলা হয় না
আশা এক চোরাবালি
আমার পিছু ছাড়ে না।
বেশ ভালো লাগলো
©somewhere in net ltd.
১|
০২ রা এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩৮
অতঃপর হৃদয় বলেছেন: অপ্স