| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
খেয়ালি বাতাসের ছোঁয়ার মতো 
রূপালি মৃদু জলরেখার মতো 
রাতের কবিতা শেষে 
নিঝুম শহর ডাকে। 
আলো আর আলো 
আলোয় আলোয় ভোরে   
তোমার ফিরে আসা 
আমার স্বপ্নে ভেসে। 
এক জোনাকির জোৎস্নাতে 
মৃদু মন্দ কালো 
ভাবছি ভীষণ ঈর্ষাতে 
সুখ কেন এলো। 
ঈর্ষা পোড়ায় দৃষ্টিটাকে 
স্বপ্ন আমার টলোমলো
ভালোবাসা রোদ খোঁজে
তোমার দেয়া আলো। 
খেয়ালি বাতাস
শিল্পীঃ কাঁকন
অ্যালবামঃ মেঘ, বৃষ্টি আর হেঁয়ালির গান    
২| 
০২ রা এপ্রিল, ২০১৭  বিকাল ৫:৩৮
অতঃপর হৃদয় বলেছেন: ভালো লাগলো।
৩| 
০২ রা এপ্রিল, ২০১৭  সন্ধ্যা  ৬:১৮
ধ্রুবক আলো বলেছেন: হুম, ভালো লাগলো
৪| 
০২ রা এপ্রিল, ২০১৭  সন্ধ্যা  ৭:৫৪
আহমেদ জী এস বলেছেন: মেঘপিয়ন  , 
ভিডিওটি দেখলুম আর শুনলুম । গীটারের কাজটুকু ভালো লাগলো বিশেষ করে মুখটাতে । 
বাকীটুকু মোটামুটি ।
©somewhere in net ltd.
১|
০২ রা এপ্রিল, ২০১৭  বিকাল ৫:১৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর আপনি লিখেছেন ?