![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঝরে ঝরে পড়ে ছিমছাম
শুকনো পাতার স্তূপ
কবে যেন কাকে চিনতাম
ডাকবাক্সেরা চুপ !
কিছু পিছু ডাকা, শার্সিতে আঁকা
চুপ করে থাকা বন্ধু
স্বপ্নের স্টলে লন্ঠন জ্বলে
গল্পেরা চলে কোন দূর...রাস্তা ফেলে...
শুধু ফেরা পথটুকু, ঘেরা পথটুকু
সেরা পথ হয়ে থেকে যাক
আজ বিকেলে...আজ বিকেলে...
দেখো কুয়াশার নেই ডাকনাম
তবু চশমার চোখে বাষ্প
মিঠে রোদ্দুর চায় রেলিং এর সায়
একদিন নিতে আসবো !
কবে জানি না...কবে জানি না...
শুধু ফেরা পথটুকু, ঘেরা পথটুকু
সেরা পথ হয়ে থেকে যাক
আজ বিকেলে...আজ বিকেলে...
দেখো হাত থেকে হাত কাচ-ঘুম
যেন শীত চলে গেছে পরশু
যদি দেখা হয়ে যায় চেনা রাস্তায়
ফিরে যেতে চায় মরশুম
কেন জানি না...কেন জানি না...
শুধু ফেরা পথটুকু, ঘেরা পথটুকু
সেরা পথ হয়ে থেকে যাক
আজ বিকেলে...আজ বিকেলে ।।
২| ২৩ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১২
ব্লগার_প্রান্ত বলেছেন: Leonid Afremov এর আঁকা ছবিগুলো সত্যিই সুন্দর!
কবিতা তারচেয়েও মননশীল হয়েছে!
৩| ২৩ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৯
শাহারিয়ার ইমন বলেছেন: এটা কার লেখা বা কার গাওয়া গান ? এটা কি কোন মুভির গান ?
৪| ২৩ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯
রাজীব নুর বলেছেন: আর কলিজার ভাঙ্গায় কয়লা দিয়া আগুল লাগাইসে,
দিওয়ানা বানাইছে ...কি যাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে ...
৫| ২৩ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪
আহমেদ জী এস বলেছেন: মেঘপিয়ন ,
সুন্দর কবিতা , ছিমছাম ।
৬| ২৩ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর কবিতা গড়েছেন ভাই, মুগ্ধতা কথামালায়
নিচে গানটিও চমৎকার উপভোগ্য
৭| ২৩ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪১
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। দীর্ঘ দিন পর ব্লগে সুস্বাগতম।
৮| ২৩ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৩৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পড়তে পড়তে বার বার হোঁচট খাচ্ছিলাম, কোনো ছন্দেই মেলাতে পারছিলাম না, অথচ লেখাটা অসাধারণ। শেষে এসে ভিডিও দেখে বুঝলাম এটা একটা গান।
শুধু খেয়া পথটুকু---- গানের গলাটা এখানে মাধুর্যের শীর্ষে পৌঁছে যায়।
সোম চ্যাটার্জীর ইউটিউব চ্যানেল থেকে শেয়ার করা এ গানটি কার লেখা, সুর করা, গাওয়া, এসব ডিটেইল চোখে পড়ে নি।
শুভেচ্ছা রইল।
৯| ২৩ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৩৭
দীপ্ত একাত্তর বলেছেন: যে পথে চলে গেছে পথিক
সেই পথে আর ফিরতে পারে না পথিক।
আপনার কবিতা ভাল হয়েছে।
১০| ২৩ শে আগস্ট, ২০১৮ রাত ৯:১৮
চাঙ্কু বলেছেন: সেরা পথ কি হপে? প্রিয় পথ হইলে অন্য কথা।
১১| ২৩ শে আগস্ট, ২০১৮ রাত ১১:০১
জাহিদ অনিক বলেছেন: সুন্দর খুব
১২| ২৪ শে আগস্ট, ২০১৮ রাত ২:১৪
বাকপ্রবাস বলেছেন: দু কলম ডিটেইল্ড লিখে দিলে অনেকের ভুলটা হতনা, কার লেখা সেটা নিয়ে অনেক সংশয় এ আছে
১৩| ২৫ শে আগস্ট, ২০১৮ রাত ১:৪৬
আরণ্যক রাখাল বলেছেন: জানতাম না এটা গান। কিন্তু মনে হচ্ছিল, বারবার, কবিতাটা গান হতে পারত।
পরে দেখলাম, সত্যিই গান। গানটাও অসাধারণ।
আপনার লেখা কী গানের কথা গুলো?
১৪| ২৫ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪২
সুমন কর বলেছেন: সুন্দর। কেমন আছেন?
©somewhere in net ltd.
১|
২৩ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০৩
বিজন রয় বলেছেন: অনেক দিন পর পোস্ট দিলেন।
কেমন আছেন?