![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শূন্যতায় ভেসে গেছে
শহরের সব পথঘাট
ফিরবে না গতকাল জানি
ফিরবে না আগামিকাল।
তবু চাইছি তোমাকেই
তুলে নিতে অঞ্জলিতে
রোদের ফোঁটা।
শোন কবি, শোন কবিতা
ভাঙো দীর্ঘ মূর্ছনা
রাখো এইখানে হাতটুকু
তবু চলে যেতে বোলো না।
শূন্যতায় ঢেকে গেছে
শহরের বাকি ইতিহাস
ফিরবো না তুমি আর আমি
ফিরবো না হয়ত আবার
তবু চাইছি তোমাকেই
তুলে নিতে অঞ্জলিতে
রোদের ফোঁটা
শূন্যতার শোকসভা
শূন্যতার যত গান
দিলাম তোমার মুকুটে
আমার যত অভিমান
২| ০৭ ই আগস্ট, ২০২০ দুপুর ১:৪৩
রাজীব নুর বলেছেন: অতি মনোরম।
৩| ০৭ ই আগস্ট, ২০২০ দুপুর ১:৪৪
কবিতা পড়ার প্রহর বলেছেন: খুব ভালো লেগেছে।
©somewhere in net ltd.
১|
০৭ ই আগস্ট, ২০২০ দুপুর ১:১০
খায়রুল আহসান বলেছেন: ভাল লিখেছেন, ভাল গেয়েছেন।
"রোদের ফোঁটা" এর জায়গায় "রোদের রেখা" বা "রোদের রশ্মি" করা যায় কিনা, ভেবে দেখতে পারেন।
কবিতায়/গানে ভাল লাগা + +।