নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যই সুন্দর!

মেহেদী ফার্মেসী

মেহেদী ফার্মেসী › বিস্তারিত পোস্টঃ

বারবার ফিরে আসা

২৬ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৪

তোমাকে যেতেই হবে
পল্লী গাঁয়ে,
একবার নয় দুইবার নয়
যেতে হবে বারবার।।

পল্লীর সুনীল আকাশে
সে যে কি মায়া
সে যে কি মেঘের খেলা
যদি তুমি যেতে
তবে দেখতে প্রাণ খুলে।।

খালে বিলে, আনাচে কানাচে
পাকা ধান ক্ষেত,
বাতাসে করে খেলা
তার সাথে মিলে
পাখীরা বসায় শত মেলা।।

যদি তুমি চাও এ খেলা খেলতে
তবে যেতে হবে সেথায়
চৈত্র কিংবা বৈশাখে।।

তোমাকে যেতেই হবে
পল্লী গাঁয়ে,
একবার নয় দুইবার
যেতে হবে বারবার।।

কাঁচা পাকা ধানে ভরা
এ যে কি মনলোভা,
কোথাও পাবে না তুমি
একটু খানি ফাঁকা।।

পড়ন্ত বিকেলে সারা গগণ
যেন সোনালি ধানের প্রতিফলন।
সেই গগণে করে খেলা
করে মেলা
যত পাখী আছে আমাদের চেনা।।

যদি চাও দেখতে এ সব
তবে পল্লীর সাথে করো সাক্ষাৎ।
তবেই পাবে তুমি
মনের আঁকা যত ছবি।।
তোমাকে যেতেই হবে
পল্লী গাঁয়ে,
একবার নয় দুইবার নয়
যেতে হবে বারবার।।

রোদে পুড়ে, বৈশাখী ঝড় উপেক্ষা করে
কৃষক চলে মাঠ পানে।
পাকা ধান যাবে তার ক্ষয়
যদি করে এই দুর্যোগের ভয়।।

শত দূর্যোগ উপেক্ষা করে
মাঠ হতে ধান বাড়ীতে আনে ।
সারাটা দিন খাটে তারা
সোনার ফসলের পাছে
অবহেলা করে না তারা
নিজ নিজ কাজে।।

পল্লীর সব ঘর হতে
দুঃখ যেন লুকায় চিরতরে।
পল্লীর সব বাড়ীবাড়ী
আনন্দের যেন বাড়াবাড়ি।
সকলে যেন ব্যস্ত কখন হবে নবান্ন।
পল্লীর প্রতি আনাচে কানাচে
সকলে মেতে ওঠে এই গুঞ্জনে।।

মেহেদী হাছান
সিনিয়র অফিসার
সোনালী ব্যাংক লি:

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৯

রাজীব নুর বলেছেন: সুন্দর।

২৭ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১৭

মেহেদী ফার্মেসী বলেছেন: ধন্যবাদ!

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৪২

সজিব। বলেছেন: বাহ !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.