নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন খুব সাধারন মানুষ। তথাকথিত সুশীল এবং স্মার্ট নই। আমি জানি না কিভাবে বাইক রেস খেলে, নিয়মিত ঠোঁটে সিগেরেট জ্বালিয়ে, ৮-১০ টা গার্লফ্রেন্ড নিয়ে স্মার্টনেস বজিয়ে রাখা যায়। আমি সাদাসিধে ও ধার্মিক মানুষদেরকে ভালোবাসি এবং তাঁদেরকে বন্ধু বানাতে চেষ্টা করি।

মেহেদী হাসান নিলয়

ভয় কর সেইদিনকে, যেদিন মহান বিচারকের কাঠগড়ায় দাঁড়িয়ে হিসেব দিতে হবে নিজ কৃতর্কমের।

মেহেদী হাসান নিলয় › বিস্তারিত পোস্টঃ

ভালো হোমিওপ্যাথি চিকিৎসালয়ের ঠিকানা প্রয়োজন

০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫২

ঢাকাতে ভালো ভালো হোমিওপ্যাথি চিকিৎসালয়ের ঠিকানা জানা থাকলে দয়া করে ঠিকানা জানাবেন। বিশেষ করে নিজে বা নিজের আত্মীয়দের মাঝে কেউ উপকৃত হয়েছেন, এমন ব্যক্তিদের কাছ থেকে রেসপন্স আশা করছি।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩১

নতুন বলেছেন: ভাই হমিওপ‌্যাথি পুরাই ভুয়া জিনিস.. ভালো ডাক্তার দেখান...

আশা করি আপনার স্বজন দ্রুত সুস্হ হয়ে উঠবেন

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:১৪

ডি এইচ রিমেল বলেছেন: নতুন ভাই যা বলেছেন সেটা তার ব্যক্তিগত মতামত বা অন্ধ অনুকরণ। আমি ব্যক্তিগত ভাবে এলোপ্যাথি থেকে হোমিওপ্যাথিতে বেশি বিশ্বাসী। এলোপ্যাথি দেহের ভাল জিনিস নষ্ট করার সেরা মাধ্যম। যাইহোক, আমি অনেক জাগায় হোমিও চিকিৎসা নিয়েছি তবে এলিফ্যান্ট রোডের বে-ঈমান হোমিও হল এর ডাক্তার এর ব্যবহার আমার খুব ভাল লাগে। টাকা একটু বেশী রাখে তবে ডাক্তার হিসাবে খারাপ না। আপনি দেখা করে দেখতে পারেন।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩০

মেহেদী হাসান নিলয় বলেছেন: বে-ঈমান হোমিও হল = ????? মানে কি?

৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:০৭

গেম চেঞ্জার বলেছেন: এলিফ্যান্ট রোডের বে-ঈমান হোমিও হল এর ডাক্তার এর ব্যবহার আমার খুব ভাল লাগে। টাকা একটু বেশী রাখে তবে ডাক্তার হিসাবে খারাপ না। আপনি দেখা করে দেখতে পারেন।


:|| =p~

৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:১৫

শেখ আশেক ইব্রাহীম জিহাদ বলেছেন: ভাই আমি নিজ কারনে হমিওপ‌্যাথি নিয়ে অনেক খোজ করে দেখেছি, অনেক পড়াশুনা করে দেখেছি এটা আসলে কোন বিজ্ঞান ভিত্তিক চিকিৎসা নয়। যা কিনা ইউরোপের অনেক দেশে (অস্ট্রেলিয়াতে নিসিদ্ধ) অপচিকিৎসা মনে করা হয়। তাই সময় নষ্ট না করে ভালো ডাক্তার দেখান। আর এটাও যদি @ডি এইচ রিমেল, ব্যক্তিগত মতামত মনে হয়, তাহলে অন্ধঅনুসরণ না করে একটু জানার চেষ্টা করুন। বিশ্ব এখন হাতের মুঠয়।

৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:০৬

জিএমফাহিম বলেছেন: যে রোগের চিকিৎসাও দূরীকরণের উপায় এখনো এলোপ্যাথির দ্বারা করা যায়নি, তখন মনের সান্ত্বনার জন্য হোমিওপ্যাথি ভাল কাজ করতে পারে। প্লাসেবো এফেক্ট যেহেতু ,একটু ভালও ফিল করতে পারেন ।

৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৫৭

নতুন বলেছেন: @ ডি এইচ রিমেল << আমার বক্তব্য শুধুই করিনাই। সহ ব্লগার হিসেবে মনে হয়েছে একটা বিষয়ে সচেতন করা দরকার তাই বলেছি।

এই বিষয়ে একটু পড়াশুনা করে দেখুন তখন আরেকটু ভাল বুঝতে পারবেন। এই বিষয় নিয়ে আমারও কয়েকটা ব্লগ আছে পড়ে দেখতে পারেন... সেটা বিভিন্ন রেফারেন্স দিয়েই লিখেছিলাম।

http://www.somewhereinblog.net/blog/neoblog/30055597
http://www.somewhereinblog.net/blog/neoblog/29690640
http://www.somewhereinblog.net/blog/neoblog/29691192
http://www.somewhereinblog.net/blog/apu1986/30064110
হোমিওপ‌্যাথিতে অনেকের উপকার হয়েছে এই রকমের যুক্তি ছাড়া আর কোন যুক্তিই নাই।

আর সেটা কেন আছে সেটা উপরের মন্তব্যে জিএমফাহিম বলেছেন<<< যেটা এক রকমের প্লাসিবো ইফেক্টই বলাযায়...

বিশ্বের বিভিন্ন দেশেই এখন হোমিওপ‌্যাথিকে ভুয়া বলাশুরু করেছে...

আমাদের দেশেও বলবে... হয়তো সেটা ৫০ বছর পরে... ( কারন সব কিছুই আমাদের পযন্ত আসতে সময় লাগে) আর এখনো আমাদের দেশে পানিপড়ায় অসুখ ভালো হয় সেই বিশ্বাসের অনেক মানুষ আছে...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.