![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১. The Qur'an is the Most Influential, Most Powerful, Most Memorized, and Most Followed Book on the planet Earth।Find out why @ LinguisticMiracle.com ২: I believe A little science leads one away from God, a great deal of science leads one back to Him ৩: I will make the most of everything in life, because life is no rehersal... So if i love someone, i will tell them, if im upset with someone, i will forgive them and if anyone chooses to love me in return, i will be most certainly grateful, and show them everyday for as long as i am capable to do so, how much it means to me
বাশের কেল্লা/ছাগু কেল্লা সারাদিনের অর্ধেক পোস্টই মিথ্যাচার করে এর প্রমান অনেকবার দেয়া হয়েছে ফটোশপে কাবার ছবি আর অন্য খবরের ছবি দিয়ে মিথ্যা খবর প্রচার করে ঠিক হেফাজতের ২৫০০ মানুষ মারা যাওয়ার মত যাদের কোন হদিস নাই। ওরা কি ইসলামকে ভালবাসেনা ? যদি ভালবাসতো তাহলে ওদের রাজনৈতিক নেতাদের আল্লাহের নবীর সাথে তুলনা করতো কি?
মুনাফিকের বৈশিষ্ট অহরহ মিথ্যাচার আর উপরে উপরে আল্লাহ ভক্ত কিন্তু ভেতরে(শায়তানের চ্যলা)একজন মুসলিম কখনো এত মিথ্যা বলতে পারে কি? মুনাফিকের আরেক বৈশিস্ট জানেন তো সেটা হলো অশ্লীলতা ১৮+ ফেসবুক পেজগুলোতে ইসলাম ধর্মচর্চা করার বিষয়টা ঐ সব অসুস্থ ছাগুদের দ্বারাই পরিচালিত তার প্রমান ওদের ফেইসবুক প্রফাইল দেখলে দেখবেন লাইকড পেইজের মধ্যে বেশির ভাগই ১৮+ যৈনতা বিষয়ক পেইজ সমুহ । প্রমান
শুধুমাত্র সস্তা লাইকের ধান্দায় পেজ এডমিনগুলা ওলি আল্লাহ্ সাইজা যে ইসলাম প্রচার করতেছে এবং লাখো লাখো মুমিন বান্দা সানি লিওনেকে বুকে ধরে রেখে সেই ইসলাম রক্ষায় যেভাবে ঝাপায়া পরতেছে, তাতে ইসলাম ধর্মের আধ্যাত্মিকতা না থাকলেও সস্তা যৌন ইমানী আবেগে টইটুম্বুর।
আল্লাহ এক, সুবহানাল্লাহ্ কিংবা মহানবীর ব্যবহৃত আলখাল্লার বা কাবা শরীফের ছবির পাশে সানী লিওনের খোলা বুক সব মিলায়ে এক জটিল ইসলামিক মাসালা প্রচার করে এরা ! ওদের কাউকে কিছু বললে বলবে সে 'We are modern Muslim, bro ! যুগের সাথে তাল মিলায়ে চলতে হয়'।
সবচেয়ে আশ্চর্য্যের বিষয় হইলো, এদের অধিকাংশই তেতুলবাবা শফির ভক্ত এবং শাহবাগ ও যুদ্ধাপরাধী ইস্যুতে কথা বললেই এরা ৫ ওয়াক্ত নামাযী লোককেও নাস্তিক নাস্তিক বলে হইচই করে উঠে।
আপনি সারাজীবন নামাজ রোজা পড়েছেন ধর্ম কর্ম করেছেন.হু কেয়ার্স ? জামায়াত/শিবির/হেফাজতে বিএনপির বিরুদ্ধে কিছু লিখলেই আপনি নাস্তিক,আপনি ইসলাম বিরোধী.. ঠিক যেমন আপনি আওয়ামিলীগের বিরুদ্ধে বললে যুদ্ধপরাধী, মৈলবাদী ইত্যাদি।
ওদের কাছে জানতে চাই, এই 'Modern Muslim'টা কি জিনিষ ভাই ? এদের জ্বালায় তো অস্থির হয়ে গেলাম। এদের সমাধান কি?
সমাধান দেখুন এদের চিন তে হবে এরা লেবাসে মুসলমান এরা আমাদের ভালো শান্তিপ্রিয় মুসলমানদের ধোকা দিচ্ছে তাদের নিজেদের স্বার্থে, এরা তরুন দের ইসলামের নাম করে নিজেদের দলে ঢোকায় মওদুদীবাদ প্রচার করতে সেই মওদুদী যে নিজে ছিল ইংরেজদের এজেন্ট নবী রাসুল দের যে কটুক্তি করতে দ্বিধা করেনি, যার কোরআনের তফসির কোরআনের মহান বানীর সাথে সংঘষিক। এদের জন্য কোরআনে বলা হয়েছে
সুরা নুর ২৪ নং সুরা আয়াত নং ১৯ এ " إِنَّ الَّذِينَ يُحِبُّونَ أَن تَشِيعَ الْفَاحِشَةُ فِي الَّذِينَ آمَنُوا لَهُمْ عَذَابٌ أَلِيمٌ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَاللَّهُ يَعْلَمُ وَأَنتُمْ لَا تَعْلَمُونَ
যারা পছন্দ করে যে, ঈমানদারদের মধ্যে ব্যভিচার প্রসার লাভ করুক, তাদের জন্যে ইহাকাল ও পরকালে যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। আল্লাহ জানেন, তোমরা জান না। "
এবং আয়াত নং ২১ : হে ঈমানদারগণ, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। যে কেউ শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে, তখন তো শয়তান নির্লজ্জতা ও মন্দ কাজেরই আদেশ করবে। যদি আল্লাহর অনুগ্রহ ও দয়া তোমাদের প্রতি না থাকত, তবে তোমাদের কেউ কখনও পবিত্র হতে পারতে না। কিন্তু আল্লাহ যাকে ইচ্ছা পবিত্র করেন। আল্লাহ সবকিছু শোনেন, জানেন।"
ঈমানদার অশ্লীলতা হতে ১০০ হাত দুরে থাকে অশ্নীল কিছু দেখলে আগে সে তার দৃস্টি নিচু করে নিজেকে বলে আল্লাহ তোমাকে দেখছেন এর পর সে নারীকে পর্দার কথা বলে , নারীকে ঈমানদার কখনো তেতুল মনে করে না নারীকে মানুষ হিসেবে সে সম্মান করে বিধায় নিজেকে সংযত করে এবং নারীকে ভাল উপদেশ দেয় , দেখুন সুরা নং ২৪ সূরা আন-নূর আয়াত নং ৩০ ই যথেস্ট:"মুমিনদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের যৌনাঙ্গর হেফাযত করে। এতে তাদের জন্য খুব পবিত্রতা আছে। নিশ্চয় তারা যা করে আল্লাহ তা অবহিত আছেন।"
যারা নারীর পোশাকের দোষ দেয় তাদের জন্য কোরআনে আগে ছেলেদের কে সাবধান হতে বলা হয়েছে তার পর নারীদের পর্দার আয়াত সো আগে ছেলেদের দৃষ্টি নত রাখতে শিখান পরে মেয়েরা খালি গায়ে ঘুরলেও কেহ ধর্ষন করবেনা যদি সে প্রকৃত মুমিন হয়। কারন সে জানে -নিশ্চয় তারা যা করে আল্লাহ তা অবহিত আছেন।
নীচের ভিডিওটা দেখতে পারেন অশ্নীলতা সর্ম্পকে প্রকৃত ঈমানদার মুমিন কি করে সে বিষয়ে।
আরো দেখুন বুখারী শরীফের ২২৮৮ নং হাদিসে রাসূল (সা) বলেছেন, ৪টি স্বভাব যার মধ্যে থাকবে সে মুনাফিক অথবা যার মধ্যে এ ৪টি স্বভাবের কোন একটি থাকবে তার মধ্যেও মুনাফিকির একটি স্বভাব রয়েছে যে পর্যন্ত না সে তা ত্যাগ করবে। ১) সে যখন কথা বলে, মিথ্যা কথা বলে, ২) যখন ওয়াদা করে তা ভঙ্গ করে, ৩) যখন সে চুক্তি করে তা লংঘন করে ও ৪) যখন ঝগড়া করে অশ্লীল ভাষা ব্যবহার করে।
জামায়াতে ইসলামী বার বার প্রমান করেছে তারা মুনাফেকের দল। এখন আপনারাই বলুন জামায়াতের মধ্যে মুনাফেকের কোন রুপটি নাই?
ওদের বাশের কেল্লার বেশির ভাই পোস্টই মিথ্য ও ফটোশাপে ভরপুর, ওরা অশ্নীল ভাষায় এবং অশ্লীর পোস্টে খুবই পারদর্শী তা ওদের কমেন্ট গুলো দেখলেই বুঝবেন, ওরা কোন কথা রাখে কিনা তা ভালো করেই জানেন মনে আছে কিছুদিন আগে একদিন হঠাৎ করে পুলিশকে ফুল দিলো পরের দিনই আবার সেইপুলিশ হত্যা, এবং ওদের চুক্তি ভংগের ইতিহাস তো সেই ৭১ থেকেই চলছে আরো কিছু বলার দরকার নাই এবার নিশ্চই বুঝে গেছেন ছাগু মানেই মিথ্যাচার আর ছাগু মানেই মুনাফিক।
আবার ভাইবেননা আমি আওয়ামিলীগ বা বিএনপিকে সাপোর্ট করছি ওদের চুরি বাটপারির অনেক প্রমান আছে আপনারা গত দশ বছেরে তার প্রমান পাইছেন কিন্তু যেহেতু তারা নিজেদের ইসলামি দল দাবি করেনা তাই তাদের মুনাফিক বললেই কি আর না বললেই কি ওরা তো এমনিতেই চুরিতে পারদর্শী। যেহেতু জামাত ইসলাম নিয়ে রাজনীতি করে তাই তাদের নীতি গুলাই ইসলামের আলোকে তুলে ধরলাম বাকি বিচার আপনাদের কাছে বুদ্ধিমানের জন্য ইশারাই যথেস্ট।
কৃতগতা: পোস্টের মুল লিখা অনেকটাই নেয়া হয়েছে Chobir Moto Desh-ছবির মত দেশ ফেসবুক পেইজের কিছু পোস্ট হতে , ছবিও সেখান থেকে নেয়া https://www.facebook.com/chobirmotodesh
ভিডিও কৃতগতা : নোমান আলী খান -কোরআন উইকলি ইউটিউব পেইজ হতে Nouman Ali Khan - Quran Weekly https://www.youtube.com/user/QuranWeekly
২৫ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:২৫
মেলবোর্ন বলেছেন: পিগু অর্থটা বুঝায়া দিয়ে যান মানিক সাহেব আর কোন জায়গাটায় ভুল বলছি তা যদি ধরায়া দিতেন?
০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩৫
মেলবোর্ন বলেছেন: এই যে নেন প্রমান প্রমান ছারা আমি কাউকে খারাপ বলি না
২| ২৫ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৫১
dream111rocks বলেছেন: পোস্টে ভালো লাগা
বুঝোলাম না 'ই এইচ মানিক' সাহেবের লাগল কোথায়। সে কি ছাগু?
২৫ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:২৭
মেলবোর্ন বলেছেন: জায়গা মত লাগছে তো তাই আর কি।
৩| ২৭ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৪১
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: https://www.facebook.com/golamdastagir.lisani ভাই আমি এইটা ব্যবহার করি। একটা নক দিয়েন প্লিজ। কারণ জীবনেও [email protected] খোলা হয় না... গোছানো না তো! এই সমস্যা চলতেই থাকবে।
আর পোস্ট তো সেইরকম হয়েছে! প্লাস লাগে!
৪| ২৭ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৫৪
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ওদের কাউকে কিছু বললে বলবে সে 'We are modern Muslim, bro ! যুগের সাথে তাল মিলায়ে চলতে হয়'।
সবচেয়ে আশ্চর্য্যের বিষয় হইলো, এদের অধিকাংশই তেতুলবাবা শফির ভক্ত এবং শাহবাগ ও যুদ্ধাপরাধী ইস্যুতে কথা বললেই এরা ৫ ওয়াক্ত নামাযী লোককেও নাস্তিক নাস্তিক বলে হইচই করে উঠে।
আপনি সারাজীবন নামাজ রোজা পড়েছেন ধর্ম কর্ম করেছেন.হু কেয়ার্স ? জামায়াত/শিবির/হেফাজতে বিএনপির বিরুদ্ধে কিছু লিখলেই আপনি নাস্তিক,আপনি ইসলাম বিরোধী.. ঠিক যেমন আপনি আওয়ামিলীগের বিরুদ্ধে বললে যুদ্ধপরাধী, মৈলবাদী ইত্যাদি।
ভাইরে, আমরা যে সংখ্যাগরিষ্ঠ, এটা রাজনীতিকরা মানতেই চায় না।
আর, ছাগুদের জন্য চুম্বক লাইনটা মাতৃভাষায় ট্রান্সলেট করে দিলাম, সামাঝদারকে লিয়ে ইশারা হি কাফি হ্যায়।
২৯ শে জুলাই, ২০১৩ ভোর ৪:২৬
মেলবোর্ন বলেছেন: এই যে আসলেন কমেন্ট করলেন অনেক ভালো লাগলো প্রিয় মানুষ গুলোকে মাঝে মাঝে না দেখলে নিশ্চই ভালো লাগে না, ভালো থাকবেন। আর অনুবাদ তো তাদের মাতৃভাষায় করে দিলেন তাও যদি না বুঝে তবে কি আর করা? আল্লাহই ভরসা।
৫| ০৩ রা আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪৯
মেহেদী হাসান মানিক বলেছেন: আপনি সারাজীবন নামাজ রোজা পড়েছেন ধর্ম কর্ম করেছেন.হু কেয়ার্স ? জামায়াত/শিবির/হেফাজতে বিএনপির বিরুদ্ধে কিছু লিখলেই আপনি নাস্তিক,আপনি ইসলাম বিরোধী.. ঠিক যেমন আপনি আওয়ামিলীগের বিরুদ্ধে বললে যুদ্ধপরাধী, মৈলবাদী ইত্যাদি।
মনের কথাটাই বলছেন।
++
০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১০:১৭
মেলবোর্ন বলেছেন: হ্য ভাই এটাই আমাদের সকল বাংলাদেশীদের মনের কথা এই মনের কথাটা যদি রাজনীতিবিদরা একটু বোঝার চেস্টা করতেন তবে নিশ্চই আমাদের দেশটা আরো সুন্দর হতো।
আসলে ওদের দোষ নয় দোষ আমাদেরই আমরাই এত কিছুর পরও ওদের ভোট দিয়ে নির্বাচিত করি বলেই ওরা আমাদের সাথে এমন করার সাহস পায়।
©somewhere in net ltd.
১|
২৫ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:২০
ই এইচ মানিক বলেছেন: তুমি একটা পিগু