![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কম্পিউটারের ইতিহাস
পৃথিবীর প্রথম ল্যাপটপ কম্পিউটার ব্যবহৃত হয়- ১৯৮১ সালে।
কম্পিউটারের- বুদ্ধি বিবেচনা নেই।
কম্পিউটার একটি – হিসাবকারী যন্ত্র।
প্রথম কম্পিউটার প্রোগ্রামার- অ্যাডা অগাস্ট।
বিশ্বের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ইলেকট্রনিক কম্পিউটার- ENIAC
আধুনিক কম্পিউটারের জনক- জন ভন নিউম্যান।
কম্পিউটারের জনক- চার্লস ব্যাবেজ।
মাইক্রোকম্পিউটারের জনক- এইচ এডওয়ার্ড রবার্ট।
আধুনিক কম্পিউটারের দ্রুত অগ্রগতির মূলে রয়েছে- ইন্ট্রিগ্রেটেড সার্কিট।
কম্পিউটার সফটওয়্যার জগতে নামকরা প্রতিষ্ঠান- মাইক্রোসফট।
বর্তমানে কম্পিউটার জগতের কিংবদন্তি- Bill Gates
বাংলাদেশে প্রথম কম্পিউটার স্থাপিত হয়- ১৯৬৪ সালে পরমাণু শক্তি কেন্দ্র, ঢাকায়।
বাংলাদেশের স্থাপিত কম্পিউটার টি- IBM-1260 মডেলের মেইনফ্রেম কম্পিউটার।
পৃথিবীর প্রথম গণনাযন্ত্রের নাম হলো- অ্যাবাকাস।
প্রথম মিনি কম্পিউটারের এর নাম – পিডিপি-১।
প্রথম ডিজিটাল কম্পিউটারের নাম- Mark-1
Mini Computer এর জন্মদাতা- কেথেন এইচ ওলসেন।
কম্পিউটারের IBM কোম্পানিকে –‘বিগ ব্লু’ বলা হয়।
বিশ্বের প্রথম ও একমাত্র কম্পিউটার জাদুঘর টি অবস্থিত- যুক্তরাষ্ট্রের আটলান্টায় ।
ট্রানজিস্টর আবিষ্কার হয়- ১৯৪৮ সালে৩।
ট্রানজিস্টর ভিত্তিক প্রথম কম্পিউটার হলো- TS-O (Transistor Experimental Computer)
ইনটিগ্রেটেড সার্কিট (IC) আবিষ্কার করেন- জ্যাক কেলবি ও রবার্ট নয়েস (১৯৫৮)
মাইক্রোপ্রসেসরের প্রথম আবির্ভাব ঘটে-১৯৭১ সালে।
বাণিজ্যিকভাবে বিশ্বের প্রথম মাইক্রোপ্রসেসর হলো- ইনটেল ৪০০৪।
কম্পিউটারের ইতিহাস
©somewhere in net ltd.