![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শ্রমজীবি মানুষের চোখের এক ফোঁটা জল মুছে দেয়া আমার নিরন্তর প্রয়াস....
আওয়ালীগ তথা সরকাররের অনুমতিক্রমে ঢাকায় সোমবার জামায়াতের মিছিল, সমাবেশ এবং মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতনেতা কাদের মোল্রার যাবজ্জীবন কারাদন্ড, আওয়ামীরীগের সাথে জামায়াতের আপষকামীতার ফসল হিসাবে স্পষ্ট হয়েছে। ৬টি অভিযোগে অভিযুক্ত জামায়াতের এ নেতার ৫টি প্রমানিত হয়েছে। বিশেষ করে ৫ ও ৬ নং অপরাধ যা ৭১ এ গনহত্যা সহ যাবতীয় অপরাধ আদালতে স্বাক্ষ প্রমান সহ প্রমানিত হয়েছে গত ১৯মাসের মামলায় । অথচ কষায় খ্যাত কাদের মোল্লা কে যেভাবে দন্ডিত করা হলো তা চোর-ডাকাতের ক্ষেত্রেও হয়। ক্ষোদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রসিকিউটর মোহাম্মদ আলীও বিষ্ময় প্রকাশ করে রায় প্রত্যাখান করেছেন। আর আওয়ামীনেতারা রায়ের পর বলছে রায় মানিনা এটা লোক দেখানো, ভাউতাবাজি।
আওয়ামীলীগ তাদের মাঠ পর্যায়ের কর্মী-নেতাদের সাথে আর কত প্রতারনা ও মিথ্যাচার করবে।... তলে তলে জামায়াত ইসলামী আর আওয়ামীরীগের যে আতাত হয়েছে তা কিভাবে অস্বীকার করতে পারি..? কেন কাদর মোল্লা কে সর্বোচ্চ সাজা দেয়া হলো না ? জামায়াতের সাথে ফ্রেন্ডলী ম্যাচ খেলছে আওয়ামীলীগ যা দলটির মাঠ পর্যায়ের কর্মীদের বুঝতে হবে।..ধীক আওয়ামীলীগ ধীক....
কুখ্যাত খুনী কাদের মোল্লার এই রায়ের মাধ্যমে শেখ হাসিনা তথা আওয়ামীলীগ সরকার গনমাধ্যমকেও কাঠ গড়াই দাঁড় করিয়ে দিল কারন গত প্রায় ২বছর ধরে গনমাধ্যমকর্মীরা চুলচেরা বিশ্রেষণ করে কাদের মোল্লার আদ্যপান্ত জীবনবৃত্তান্ত ও ৭১ হত্যাকান্ডের নানা সরেজমিন রিপোর্ট করেছে দালিলিক প্রমান সহ..। আর সেই ঘাতক কাদের মোল্লাকে ফাঁসির পরিবর্তে চোর-ডাকাতের রায়ের মতো রায় দেয়া হলো..!!! হয়তো আওয়ামীলীগ প্রমান করতে চাইছে এতদিন গনমাধ্যমে যা লিখা হয়েছে তা মিথ্যা.. এবং জামায়াতের প্রচার ছিল সঠিক...!
©somewhere in net ltd.