![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শ্রমজীবি মানুষের চোখের এক ফোঁটা জল মুছে দেয়া আমার নিরন্তর প্রয়াস....
পদ্মাসেতু কেলেংকারী, হলমার্ক কেলেংকারী, শেয়ারবাজার কেলেংকারী, ডেসটিনি কেলেংকারী.... না শুধু কেলেংকারী বলে ভদ্রতার মোড়কে কিছু রাখতে চাই না সোজা কথায় হাজার হাজার কোটি টাকা লুটপাটকারী এই বর্তমান আওয়ামী সরকার কে জনগন ভোলেনি। গণজাগরণের শাহবাগ আন্দোলনও জামাত-রাজাকারদের সাথে আওয়ামীলীগ সরকারের আপোষের বিরোধীতার ফসল.. যার প্রমাণ সেখানে মন্ত্রী এমপিদের প্রতি জুতা নিক্ষেপ, ঢুকতে না দেয়া.. জনগন শতর্ক দৃষ্টি রেখেছে এসবের প্রতি..... এখন শুধু একটা নিরপেক্ষ নির্বাচন দিন.. দেখবেন আপনাদের পারফর্মেন্স..! আরো একটি কথা জনগন ভোলেনি রেল দুর্নীতি, মন্ত্রীদের দুর্নীতি, এমপিদের দৌরাত্ব, বিশ্বজিত হত্যাকান্ড, বিশ্ববিদ্যালয় গুলোতে অস্ত্রের যুদ্ধ,সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়ার কন্ঠ প্রতিরোধের চেষ্টা, সুশীল সমাজের প্রতিনিধিদের উপর দমন পীড়ন...ইত্যাদি
২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩২
আব্দুর রহমান মিল্টন বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য, তবে আমি বিএনপি কেও ভালো হিসাবে দেখি না, আর আওয়ামীলীগ যা করছে সেটা আপনি সময়েই বুঝবেন.. তর্ক করব না..@রূপসা ০০৭
©somewhere in net ltd.
১|
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৬
রূপসা ০০৭ বলেছেন: কথায় বলে “একজন মানুষ সকলের কাছে ভাল হতে পারে না।” কারণ সকলেরই মধ্যে ভালো মন্দ দুটোই বিদ্যমান। হয়তোবা সেই দৃষ্টিকোণ থেকেই আপনি সাম্প্রতিক ঘটনাবলীর জন্য বর্তমান সরকারকে দায়ী করছেন। স্বীকার করছি আপনার দেয়া তথ্য গুলি বর্তমান সরকার মেয়াদে সংঘটিত। কিন্তু প্রকৃত তথ্য উপাত্ত ছাড়া আপনি এভাবে বলতে পারেন না। কারণ সরকার প্রতিটি বিষয়েরই মুল হোতাদের বের করার লক্ষ্যে তদন্ত করছে। অনেককে ইতিমধ্যে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বিচারের আওতায় এনেছে। আশাকরি খুব শীঘ্রই আপনার ভুল ভেঙ্গে যাবে। বর্তমান সরকার কোন রকম সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের প্রশ্রয় দেয়না, বরং প্রতিহত করে। আপনি নিশ্চয়ই বিগত বিএনপি-জামায়াত জোট সরকার আমলে সংগঠিত সেই সব লৌমহর্ষক ঘটনার কথা ভুলে যান নি। যারা সন্ত্রাসী, দুর্নীতি, চাঁদাবাজির মাধ্যমে দেশের টাকা বিদেশে পাচার করে সুখে-শান্তিতে বসবাস করছে। অনেকে দুর্নীতি ও অনিয়মের দায়ে বছরের পর বছর জেলের ঘানি টানছে। তাদেরকে রক্ষা করতেই তাদের অনুসারীরা দেশব্যাপী ধ্বংসাত্মক কার্যক্রম চালাচ্ছে। এটা তো দেশের আবাল বৃদ্ধ বনিতা সবার কাছেই পরিস্কার হয়ে গেছে। আবার নির্বাচনের ভয় দেখাচ্ছেন, এটা তো জনগনের ব্যাপার। জনগন যাকে চাইবে তারাই সরকার গঠন করবে। এনিয়ে ঢাক ঢোল পিটানোর তো কিছু দেখছি না। তাছাড়া যারা উন্নয়নে বিশ্বাসী তারা নির্বাচনে পুনরায় জিততে হবে সেই আশায় কাজ করে না। সুতরাং আমি আকজন সাধারন নাগরিক হিসেবে বলতে চাই ধৈর্য ধরুন, খুব শীগ্রই আপনার কাছে সবকিছু দিনের আলোর মত পরিস্কার হয়ে যাবে যে, কাদের ভবিষ্যৎ অন্ধকার আর কাদের ভবিষ্যৎ উজ্জল।