নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চোখ যেখানে যেমন...

আমার আমি ....

আব্দুর রহমান মিল্টন

শ্রমজীবি মানুষের চোখের এক ফোঁটা জল মুছে দেয়া আমার নিরন্তর প্রয়াস....

আব্দুর রহমান মিল্টন › বিস্তারিত পোস্টঃ

গাছ কাটলো হরতালকারীরা, বিক্রি করলো হরতাল বিরোধীরা!

০৬ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৫

দেশব্যাপী জামায়াত ও বিএনপির ডাকা টানা তিনের হরতাল চলাকালে ঝিনাইদহ-কালীগঞ্জ, কালীগঞ্জ-জীবননগর ও ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কে পিকেটিং করার সময় হারতালকারীরা শত শত ইক্যালিপটাস, রেইনট্রি ও মেহগনি গাছ কেটে সড়ক অবরোধ করে।কিন্তু হরতাল শেষ হওয়ার পর মঙ্গলবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা রাস্তা থেকে কিছু গাছ উদ্ধার করলেও বেশিরভাগ গাছ সরকার দলীয় লোকজন বিক্রি করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে।উল্লেখ্য, এসব গাছ জেলা পরিষদের পক্ষ থেকে লাগানো হয়েছিল।গাছের ব্যাপারে ঝিনাইদহ জেলা পরিষদের প্রধান সহকারী শফিউদ্দীন জানান, কালীগঞ্জের খয়েরতলা ও ছালাভরা থেকে কিছু গাছ তারা উদ্ধার করতে পেরেছেন। তবে বেশির ভাগ গাছ ‘কে বা কারা’ নিয়ে গেছেন সে বিষয়ে তিনি কিছু জানেন না।তিনি আরো জানান, বিএনপির ডাকা হরতাল শেষ হওয়ার পর মঙ্গলবার বিকেলেই কালীগঞ্জ-ঝিনাইদহ ও কালীগঞ্জ-জীবননগর সড়কে ফেলা প্রায় অর্ধশতাধিক গাছ লুট হয়ে যায়।‘কে বা কারা’ এই গাছ লুটের সঙ্গে জড়িত তা তিনি বলতে না পারলেও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, সরকার সমর্থকরা কাটা গাছগুলো ভ্যানে করে কাঠ ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেয়।এদিকে, ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের ডাকবাংলা, হলিধানী ও বৈডাঙ্গা এলাকার কিছু গাছ পুলিশ সদস্যরা বিক্রি করে দিয়েছে বলে এক কাঠ ব্যবসায়ী জানান।

গাছ কাটার বিষয়ে ঝিনাইদহ জেলা পরিষদের পক্ষ থেকে দু’এক দিনের মধ্যে মামলা করা হবে জানানো হয়েছে।গাছ উদ্ধারের ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজা খাতুন বাংলানিউজকে বলেন, ‘‘রাস্তায় ফেলা গাছগুলো যে কোথায় আছে তা আমি বলতে পারবো না। তবে উদ্ধার করা কোনো গাছ থানায় নেই’’।গাছ উদ্ধারের জন্য কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে বলেও তিনি জানান।অপরদিকে, হরতালকারীদের কাটা গাছ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও হারতাল বিরোধীদের বিক্রি করার বিষয়টি বুধবার ‘টক অব দ্যা টাউনে’ পরিণত হয়েছে।...( বাংলা নিউজ)

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৫

দুই লাইন বেশি বুঝি বলেছেন: বেশ বেশ!!!!!!

২| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১১:১১

আব্দুর রহমান মিল্টন বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ...@দুই লাইন বেশি বুঝি

৩| ০৭ ই মার্চ, ২০১৩ সকাল ১০:০১

পথহারা সৈকত বলেছেন: কি চুমেৎকার দেহা গেল......... :P :P :P

৪| ০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১:২২

আব্দুর রহমান মিল্টন বলেছেন: right....@পথহারা সৈকত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.