![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শ্রমজীবি মানুষের চোখের এক ফোঁটা জল মুছে দেয়া আমার নিরন্তর প্রয়াস....
বিশ্বজিত, লিমন, সাগর রুনী, ফেলানী অথবা আবু বকর এখনো আমাকে ঘুমাতে দেয় না। যেমন ঘুমাতে দেয় না শেয়ার বাজারের সর্বশান্ত হয়ে যাওয়া বিনিয়োগকারীর হাহাকার। এই ঘটনার দায় যে এড়াতে চাইবেন তিনি সুস্থ নন। এর প্রতিটি নিয়েই বিবেকবান মানুষেরা প্রতিবাদ করেছেন। করছেন। কিন্তু অবাক লাগে তখন যখন এই ইস্যূগুলো সামনে রেখে যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে গড়ে ওঠা আন্দোলনকে আক্রমন করা হয় তখন। একটির সাথে অরেকটিকে মিলিয়ে পানি ঘোলার খেলাটা নতুন না। অতীতের দৃষ্টান্ত সামনে আনলে কিন্তু আরো অনেক নাম মনে পড়ে- যেমন ধরুন মানিক সাহা, শামসুর রহমান, বালু ভাই যখন খুন হন তখন যারা ক্ষমতায় ছিলেন তাদের কথা আমরা ভুলিনি। বিশ্বজিতের লাশ দেখে যারা চোখের জল ফেলছেন পূনির্মার নাম তাদের মনে নেই। যেমন আজ যারা প্রীতমের গুষ্টি উদ্ধার করছেন- তারাই কদিন আগে প্রীতমের বিশ্বজিত গানটির শেয়ারে ব্যাস্ত ছিলেন। ভারতের দালল বললেও অঞ্জনে রায়ের আদালত অবমাননার মামলার সময়ে সাক্ষাতকারের জন্য বার বার বলেছে আমার দেশ।
স্পষ্ট কথাটা হলো- লালন ফকিরের কানার হাটবাজারের লোকগুলো আজো আছে আমাদের আশেপাশে। সব দলেই তারা আছে, তাদের চোখে ক্ষমতার স্বপ্ন। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্যই দরকার হলে যে কোন একটি ইস্যূ তারা সামনে আনতে চান। কিন্তু সেই সব কিছুর বাইরেও একটি জনগোষ্ঠি সমাজে থাকে- তারা সময়ের কথা সময়েই বলেন। তারা নাগরিকদের মনে করিয়ে দেন এই সংবিধানে নাগরিকেরা প্রজাতন্ত্রের মালিক, চাকর বাকর নয়। সরকার আর প্রধান বিরোধী দল মানেই বাংলাদেশ না- দেশটা জনগনের- তাদের ভোটেই সরকার অথবা বিরোধী দল।
দয়া করে বিশ্বজিত, লিমন, সাগর রুনী, ফেলানী অথবা আবু বকর এই নামগুলো উচ্চারণ করে সরকার বা বিরোধী দল নিজেদের আর
ছোট করবেন না। অনেক সময় চলে গেছে- জনগন এখন হিসাব নিতে শিখেছে। প্রধান দুই দল রাজাকার আর স্বৈরাচারের বন্ধুত্ব ছাড়ুন- মানুষকে বন্ধু ভাবুন। দেখুন মানুষ আপনাদের কি প্রতিদান দেয়।(Anjan Roy এর স্ট্যাটাস)
©somewhere in net ltd.