![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শ্রমজীবি মানুষের চোখের এক ফোঁটা জল মুছে দেয়া আমার নিরন্তর প্রয়াস....
শুধু মাত্র দলকানা/দলবাজ আওয়ামী বন্ধুরা কেবল স্বীকার করবেন না যে সরকার দিশেহারা হয়নি, সরকার যে একুল -ওকুল দুকুলই হারাতে চলেছে তার শেষ প্রমাণ ব্লগার আসিফ মহিউদ্দীন সহ কয়েক ব্লগার কে গ্রেফতার । আমি জনপ্রিয় ব্লগার আসিফ মহিউদ্দীন কে গ্রেফতারের নিন্দা জানাই এবং অবিলম্বে মুক্তি দাবি করছি......
২| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৮
মেকগাইভার বলেছেন: জেলের ভাত খাবি নাকি চাপাতি খাবি?
৩| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৯
পুংটা বলেছেন: বাংলার মানুষ আজ এত ভয় পেয়ে গেছে যে তারা রাজাকার শুনলেই দৌড়ে পালাচ্ছে, হেফাজতে জামায়াতে ইসলামীর নাম শুনলেই কাপড় নষ্ট করে ফেলছে, ব্লগার দেখলেই ক্ষেপে যাচ্ছে।
আমি জানি, তোমার এই পোষ্টে কেউই কমেন্ট করতে আসবে না, কারণ তাদের সবারই ঘর-সংসার আছে, ছেলেপুলে আছে।
৪| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৪
মারুফ ফািহম বলেছেন: আমরা(আস্তিকেরা) এই পোষ্টের নিন্দা যানাচ্ছি
৫| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৭
আমার স্বপ্নগুলি বলেছেন:
লন টিস্যু লন
৬| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৯
আব্দুর রহমান মিল্টন বলেছেন: ধন্যবাদ..@পুংটা
৭| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৯
আমার স্বপ্নগুলি বলেছেন: পুংটার কমেন্টে একটা সংশোধন হবেঃ
বাংলার মানুষ এর জায়গায় হনু
৮| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৯
মুহাই বলেছেন: জনপ্রিয়!!!!!!!!!!!!!!!!!!
৯| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:৫০
আমার স্বপ্নগুলি বলেছেন: আরেকটা পোষ্ট থেকে একটা কমেন্ট পেষ্ট করে দিলামঃ
শিপু ভাই বলেছেন: ব্লগার হিসেবে না
নাস্তিক হিসেবেও না।
তাকে আটক করা হয়েছে উগ্রপন্থী, কট্রর ইসলাম বিদ্ধেষী হিসেবে। যেটা তার প্রাপ্য ছিল।
১০| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৪
শিপু ভাই বলেছেন:
জনগনকে প্রতিনিয়ত "ধর্মগাধা" বলে গালি দিয়ে জনপ্রিয় হয় ক্যাম্নে???
বড়জোর "হনুপ্রিয়" হইতে পারে!!!
১১| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৫
বাকরুদ্ধ আমি বলেছেন: আমার স্বপ্নগুলি বলেছেন: আরেকটা পোষ্ট থেকে একটা কমেন্ট পেষ্ট করে দিলামঃ
শিপু ভাই বলেছেন: ব্লগার হিসেবে না
নাস্তিক হিসেবেও না।
তাকে আটক করা হয়েছে উগ্রপন্থী, কট্রর ইসলাম বিদ্ধেষী হিসেবে। যেটা তার প্রাপ্য ছিল।
১২| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৬
বাংলার এয়ানা বলেছেন: এই সব ছাগু ব্লগারদের জন্যেই আসিফ জনপ্রিয় ব্লগার ছ্য, ভন্ডামির আর জায়গা পায় না।
১৩| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১০:০৪
মাহ্ফুজ বলেছেন: হেফাজতে ইসলামীর ইসলাম হেফাজত এবং নাস্তিকদের ব্যাপারে কিছু কথা
Click This Link
১৪| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১০:১৪
মুরাদপােভল বলেছেন: ভুল করলে শাস্তি পেতেই হবে।ব্লগার হিসেবে না
নাস্তিক হিসেবেও না।
তাকে আটক করা হয়েছে উগ্রপন্থী, কট্রর ইসলাম বিদ্ধেষী হিসেবে। যেটা তার প্রাপ্য ছিল।
১৫| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১০:১৬
আমি মোঃ চয়ন বলেছেন: ইসঃ! আপনার কি বেশি কষ্ট লাগতেছে ?? দেশে এখন ইসলামরে গালি দেওয়ার মত কেউ থাকল না বলে !!
১৬| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১০:১৬
দাস্তান বলেছেন: বাকরুদ্ধ আমি বলেছেন: আমার
স্বপ্নগুলি বলেছেন: আরেকটা পোষ্ট
থেকে একটা কমেন্ট পেষ্ট
করে দিলামঃ শিপু ভাই বলেছেন: ব্লগার
হিসেবে না নাস্তিক হিসেবেও না।
তাকে আটক করা হয়েছে উগ্রপন্থী, কট্রর
ইসলাম বিদ্ধেষী হিসেবে। যেটা তার
প্রাপ্য ছিল।
১৭| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১০:২৪
ফাহিম আহমদ বলেছেন: এই পোস্টের তিব্র নিন্দা জানাই,,,,,,
১৮| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১০:২৮
আহমাদ জাদীদ বলেছেন: জনপ্রিয়?
কৌতুক হিসেবে খারাপ না ।
১৯| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১০:৪১
রঁমাকান্তকামারঁ বলেছেন: নির্মল আনন্দ পাইছি ভাই আপনার জোক না পড়ে আপনারে ধন্যবাদ
২০| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৮
অরন্য জীবন বলেছেন: সামুর মডুদের জনপ্রীয় ফেভারিট ব্লগার খেয়ে গেল পুগাবাইট গদাম
২১| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১১:০৬
আশীষ কুমার বলেছেন: মত প্রকাশের স্বাধীনতা আসলে কি? ট্যাগিং নিয়ে একটা ক্ষণস্থায়ী স্টিকি পোস্টের কমেন্টে কয়েক ছত্র লিখেছিলাম। তাতেই ব্লগ এডমিন জানা আমাকে পাল্টা কমেন্টে বলেছেন আমি যেন সুনির্দিষ্ট করে অভিযোগ করি। করেছিলামও। কিন্তু এ পর্যন্তই। এই অভিযোগনামা সামুর বিরুদ্ধে বছরের পর বছর সাধারণ ব্লগাররা করে এসেছেন। মডারেটররা পাত্তা দেয়নি। কমিউনিটি ব্লগ কারো আপন লেখার খাতা না। এখানে আপনি এমন কিছুই করতে পারবেন না যা অন্যকে অন্যায়ভাবে ক্ষতিগ্রস্থ করে। কেউ যদি নাস্তিকতার চর্চা করতে চান, সেটা তিনি করতে পারেন। এটা তার 'বিশ্বাস'। একজন আস্তিকেরও 'বিশ্বাস' আছে। কেউ নাস্তিকতার জ্ঞান ছড়িয়ে দিতে চাইতেই পারেন। সেক্ষেত্রে এ প্লাটফরম ব্যবহার করাও অন্যায় নয়। কিন্তু তীব্র আক্রমনাত্মক, গালাগালি, কুৎসিত, অশ্লীল ভাষার ব্যবহার কোন ভাবেই সমর্থনযোগ্য নয়। এটা স্রেফ অন্যায়, অপরাধ।
আর এ অন্যায়ে সহায়তা করেছে ব্লগ। কেন এ ধরনের পোস্ট বা মন্তব্য যথাসময়ে মুছে দেয়া হয়নি? কেন ব্যান করা হয়নি সে ব্লগারদের? শুধু হিট বাড়ানোর জন্যই ক্যাচাল লাগিয়ে রাখা হতো এ ব্লগে। এটা প্রমাণিত।
২২| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১১:০৮
২৩| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১১:১৮
বোকা ইনদুর বলেছেন: সুনতাছি ডিম নাকি সিদ্ধ হইতাসে, ইকটু পরেই থেরাপি শুরু হইবো
আবার কেউ কেউ কইতাসে হেরে সাকা'র খাদেম হিসাবে নিয়ুগ দেওয়ার ছক্রান্ত চলতাসে
আচিপ বায়ের মুরিদানগন, যা করার তারাতারি করেন। প্রয়োঝনে রাজপথ পিছলা বানায়া দেন। দ্যাশের জনোগন আপনেগো আগে-পিছে আছে
Click This Link
২৪| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১১:৩০
জিয়ান আহমেদ বলেছেন: ও বুঝলাম.. ইসলাম নিয়ে আজে বাজে কথা লিখলেই আপনার ভাষায় সেটা জনপ্রিয়.. ওর সাপোর্ট নেয়া মানেই ইসলাম এর বিপক্ষে থাকা। ওর শীঘ্রই জেল হওয়া উচিৎ।
২৫| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৩
নষ্ট ছেলে বলেছেন: শুনলাম আসিফ মহিউদ্দিনকে নাকি রিমান্ডে না নিয়ে সাকা চৌধুরীর কাছে নেওয়া হয়েছে
২৬| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৯
0গাংচিল বলেছেন: বোকা ইনদুর বলেছেন: সুনতাছি ডিম নাকি সিদ্ধ হইতাসে, ইকটু পরেই থেরাপি শুরু হইবো
২৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৩:১৪
মেঘ বলেছে যাব যাব বলেছেন: আহমাদ জাদীদ বলেছেন: জনপ্রিয়?
কৌতুক হিসেবে খারাপ না
এই ছাগলটা আবার জনপ্রিয় হইল কবে?
পোষ্টে মাইনাস।----------------
২৮| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮
আব্দুর রহমান মিল্টন বলেছেন: এই স্ট্যাটাস টি গত রাতেই মাছরাঙা টিভিতে ব্লগার আসিফ সংক্রান্ত প্রতিবেদনে দেখিয়েছে
©somewhere in net ltd.
১|
০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৫
প্রযুক্তি বলেছেন: