![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শ্রমজীবি মানুষের চোখের এক ফোঁটা জল মুছে দেয়া আমার নিরন্তর প্রয়াস....
: তথাকথিত দুর্নীতিপরায়ন সাংবাদিকের সমর্থন আওয়ামী লীগের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন দলটির সংসদ সদস্য গোলাম মাওলা রনি।মঙ্গলবার সিডনিপ্রবাসী সাংবাদিক ফজলুল বারীকে নিয়ে দেয়া এক ফেসবুক স্ট্যাটাসে হালের এ নেতা বলেন- ‘তথাকথিত দুর্নীতিপরায়ন সাংবাদিক ও ব্লগারের সমর্থন আওয়ামী লীগের প্রয়োজন নেই।নতুন প্রজন্মের নেতৃত্ব সবসময়ই এ ধরনের চরিত্রকে বর্জন করেছে।’
ফেসবুক বার্তায় এমপি রনি অভিযোগ করে বলেন,‘ফজলুল বারীর কুকীর্তি সম্পর্কে বাংলাদেশের মানুষ খুব ভাল করেই জানে। তথাকথিত সাংবাদিক ফজলুল বারী দৈনিক জনকণ্ঠ পত্রিকায় চাকরি করার সময় পত্রিকাটির ‘মানুষ মানুষের জন্য’ নামে একটি মানবকল্যাণমূলক তহবিল থেকে ১০ লাখ টাকা আত্মসাৎ করে অস্ট্রেলিয়ায় পালিয়ে যান। পরে জনকণ্ঠ কর্তৃপক্ষ তার বিরুদ্ধে অর্থআত্মসাতের একটি মামলাও দায়ের করে।’
ফজলুল বারীর সমালোচনায় গোলাম মাওলা রনি বলেন,‘দুর্নীতিপরায়ন এই সাংবাদিক সমকামীদের অনকূলের দেশ অস্ট্রেলিয়ায় বসে আমাদেরকে এখন রাজনীতি, নৈতিকতা ও সততার জ্ঞান দেয়ার চেষ্টা করছেন। যেখানে সমকামিতা, মদপান আর বিবাহ বহির্ভূত সম্পর্ককে বৈধতা দেয়া হয়েছে। এরকম সাংবাদিক ও ব্লগারের সমর্থন আওয়ামী লীগের দরকার নেই।’
আওয়ামী লীগের নতুন প্রজন্মের নেতৃত্ব সবসময়ই এ ধরনের চরিত্রের মানুষকে বর্জন করে আসছে উল্লেখ করে রনি বলেন, এসব লোকের কারণেই আজ আমাদেরকে ‘নাস্তিক’ ‘কম্বল চোর’ বলে দোষারোপ করা হয়।
এ ব্যাপারে জানতে চাইলে গোলাম মাওলা রনি এমপি বলেন, ‘স্ট্যাটাসটি আমিই দিয়েছি। এ মন্তব্যে আমি অনঢ় আছি।..।( এমপি গোলাম মাওলা রনির বক্তব্য)
২| ৩০ শে মে, ২০১৩ রাত ১:৫১
নয়ামুখ বলেছেন: অসাধারন উক্তি। এ রকম উক্তি রনির পক্ষেই রা সম্ভব।
দয়া করে রনির ফেইসবুক লিন্কটা দিবেন কি?
©somewhere in net ltd.
১|
১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০৮
জীবনকেসি বলেছেন: ‘স্ট্যাটাসটি আমিই দিয়েছি। এ মন্তব্যে আমি অনঢ় আছি।..।( এমপি গোলাম মাওলা রনির বক্তব্য)