![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শ্রমজীবি মানুষের চোখের এক ফোঁটা জল মুছে দেয়া আমার নিরন্তর প্রয়াস....
পাখিদের কিচির মিচির শব্দে যে কৃষকেরা মাঠের ক্লান্তি দুর করত আজ তারা কান্নায় ভেঙ্গে পড়ছে হাজার হাজার পাখির মৃত্যুর খবরে। সকালে কৃষকেরা মাঠে গিয়ে দেখে মাঠের পর মাঠ এলোমেলো পড়ে আছে হরেক রকম চিরচেনা দেশীয় প্রজাতীর পাখি। গত রাতের কাল বৈশাখী ঝড়ে ঝিনাইদহের শৈলকুপার মদনপুর গ্রামের মাঠে ৩টি বাগানের বসবাসকারী প্রায় ১০হাজার পাখি মারা গেছে। এসব পাখির মধ্যে রয়েছে শালিখ, চড়ই, ঘুঘু, টিয়ে, সুইচড়া সহ নানা প্রজাতির সব পাখি।
শৈলকুপার মদনপুর গ্রামের মাঠে রয়েছে ৩টি মেহগনি গাছের বাগান। এখানে বছরের পর বছর দেশীয় প্রজাতির বিলুপ্ত প্রায় অসংখ্য পাখি নিরাপদে বাস করে আসছে। এলাকার কৃষকেরা তাদের উৎপাত করত না। বরং কৃষি ও পরিবেশ বান্ধব পাখি হওয়ায় তাদের রক্ষা করত। কিন্তু গত রাতের প্রচন্ড কাল বৈশাখী ঝড়ে বাগানের হাজার হাজার পখি মারা যায়। বাগান মালিক সহ কৃষকদের ধারনা এখানে পাখির সংখ্যা ছিল ১০ হাজারের উপরে।
ঝড়ের কবলে পাখি মারা যাওয়ার খবরে কৃষকের পাশাপাশি সব শ্রেনী পেশার মানুষের মধ্যে যেন নেমে এসেছে শোকের ছায়া।
২| ২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৯
মাগুর বলেছেন: খুবই খারাপ লাগলো খবরটা শুনে
৩| ২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫০
আব্দুর রহমান মিল্টন বলেছেন: ধন্যবাদ..@বিদ্রোহী ভৃগু
৪| ২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫১
পরিবেশ বন্ধু বলেছেন: হায় রে অথিতি প্রান
কোন অজানায়
পড়ে
হারিয়ে অস্তিস্ত শোক ঘূর্ণিঝড়ে
আসলেই প্রকৃতির নির্মম তাণ্ডব
শুনে খুব খারাপ লাগল
৫| ২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৩
শান্তা273 বলেছেন: খুব কষ্ট লাগছে পাখিগুলোর জন্য!!!
৬| ২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৪
আব্দুর রহমান মিল্টন বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ @শান্তা273
৭| ২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৫
আব্দুর রহমান মিল্টন বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ @পরিবেশ বন্ধু
৮| ২০ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৬
িসরাজ উদদীন বলেছেন: খুবই খারাপ লাগলো খবরটা শুন..............
©somewhere in net ltd.
১|
২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: কি অভিমানে
কে জানে
সবাই চলে গেল!
এই বাস অযোগ্য দেশ
আর দুনিয়াকে তোমরা কি ইশারা দিয়ে গেলে??
!!!!