| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আব্দুর রহমান মিল্টন
শ্রমজীবি মানুষের চোখের এক ফোঁটা জল মুছে দেয়া আমার নিরন্তর প্রয়াস....
আহারে আমার সন্তান, সবটুকু শ্রম আর ঘামের বদলে যে বেতন জুটতো- সারামাসের ভাতের পাশে তরকারীর নিশ্চয়তা ছিলো না সেই টাকায়। হয়তো কোন এক দুই দিনের খাবার টাকা বাচিয়ে আমার কন্যা পায়ের এই নুপুর কিনেছিলো। শুনেছে নিজের কানে সেই নুপুরের শব্ধ। আজ স্তব্ধ সবকিছু- মারে- তোর এক পায়ে নুপু আর অন্য পা সহ শরীর জুড়ে মৃত্ব্যু। তোর শেষ লাথিটা কার জন্য? রাষ্ট্র সমাজ নাকি তোর রক্ত আর মৃত্ব্যুর গন্ধমাখা আরএমজি সেক্টরের মুখে?
২|
২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৩১
সািহদা বলেছেন: আহারে কি র্মমান্তিক দৃষ্শ্য.....
৩|
২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৬
princejohn বলেছেন: তবুও যদি লাথি খেয়ে তোদের শিক্ষা হয়।
৪|
২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৬
আব্দুর রহমান মিল্টন বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ.@নিঝুম আখতার
৫|
২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:০৩
গোবর গণেশ বলেছেন: শিরোনাম আর শেষের দুইটা লাইন স্তব্ধ করেছে আমাকে।
খুবই
©somewhere in net ltd.
১|
২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৩১
নিঝুম আখতার বলেছেন: নষ্ট সমাজের নষ্ট মানুষদের মুখে এ শেষ লাথি।