নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চোখ যেখানে যেমন...

আমার আমি ....

আব্দুর রহমান মিল্টন

শ্রমজীবি মানুষের চোখের এক ফোঁটা জল মুছে দেয়া আমার নিরন্তর প্রয়াস....

আব্দুর রহমান মিল্টন › বিস্তারিত পোস্টঃ

(সমালোচনার মুখে পড়া বিজিএমইএ র উদ্যেগ কে ইতিবাচক হিসাবে দেখতে চাই) বিজিএমইএ’র ৮ কোটি টাকার তহবিল গঠন

২৭ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭





সাভারে স্মরণকালের ভয়াবহ ভবন ধ্বসে ৩ শতাধিক পোশাক শ্রমিক নিহত হওয়ার ঘটনায় তাদের পরিবার ও আহতদের সহায়তা প্রদানের জন্য ৮ কোটি টাকার তহবিল গঠন করেছে পোশাক মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

বিজিএমইএ বাদে তৈরি পোশাক খাতের অন্য সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফেকচার্স এন্ড এক্সপোর্টাস এসোশিয়েসন (বিকিএমইএ) ১ কোটি টাকার অনুদান দিচ্ছে। এছাড়া বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি (বিইউএফটি) ১ কোটি টাকা অনুদান দিচ্ছে। অন্যান্যের মধ্যে বিজিএমইএ’র ২৭ জন পরিচালক মিলে ১ কোটি ১০ লাখ টাকা, বিজিএমইএ’র অফিস সংশ্লিষ্টরা দিচ্ছেন ৫০ লাখ টাকার অনুদান।

বিজিএমইএ’র বর্তমান সভাপতি আতিকুল ইসলামের কোম্পানি ইসলাম গ্রুপ থেকে আরো ৫ লাখ টাকার অনুদান দেয়া হবে বলে জানানো হয়েছে। সাবেক সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিনের ওনাস গ্রুপ দিচ্ছে ৫ লাখ টাকা, সালাম মুর্শেদীর এনভয় গ্রুপ ১০ লাখ টাকা অনুদানের ঘোষণা দিয়েছে এবং এ কে আজাদের হা-মীম গ্রুপ দিচ্ছে ২৫ লাখ টাকা। কমপক্ষে ২৫ লাখ টাকা করে অনুদানের ঘোষণা দিয়েছে স্কয়ার গ্রুপ, ওপেক্স গ্রুপ।

এছাড়া ২১ লাখ করে টাকা দিচ্ছে আবাসন শিল্প সংশ্লিষ্ট সংগঠন রিহ্যাব এবং বিজিএমইএ নির্বাচনী প্যানেল ফোরাম।

২০ লাখ টাকা দেয়ার ঘোষণা দিয়েছে নিউটেক্স গ্রুপ। ১৫ লাখ টাকার অনুদান দিচ্ছে স্ট্যান্ডার্ড গ্রুপ। ১০ লাখ করে টাকা দিচ্ছে সিপাল গ্রুপ, মোহাম্মদী গ্রুপ, নাসা গ্রুপ, দিগন্ত গ্রুপ, আল মুসলিম গ্রুপ, ম্যাট্রিক্স সোয়েটার লিমিটেড, তুসুকা ফ্যাশন লিমিটেড, হান্নান নিট এন্ড টেক্সটাইলস, টি আর জেড গার্মেন্টস লিমিটেড, ডি এন্ড এস প্রিটি ফ্যাশন লিমিটেড।

৮ লাখ টাকার অনুদান দিচ্ছে ড্রেসম্যান গ্রুপ। ৫ লাখ টাকার অনুদান দেয়ার তালিকায় রয়েছে মো. শাকেরের মালিকানাধীন ইসলাম গ্রুপ, সাইনেস্ট গ্রুপ, এমটারনেট গ্রুপ, শারমিন গ্রুপ, টিম সাওয়ারস, মাসকট গার্মেন্টস লিমিটেড, আজমত গ্রুপ, পিপলস গ্রুপ, সাভার টেক্সটাইলস লিমিটেড, উর্মি গার্মেন্টস, রেডিয়্যান্ট গ্রুপ, অনন্ত এ্যাপারেলস লিমিটেড।

এছাড়া ৩ লাখ টাকা করে অনুদানের ঘোষণা দিয়েছে ইয়ুথ গ্রুপ এবং ইমপ্রেসিভ গ্রুপ।

অনুদানের টাকা নিহতদের পরিববারের সদস্যদের দেয়ার পাশাপাশি আহতদের চিকিৎসা এবং পুর্নবাসনের কাজে ব্যয় করা হবে বলে নিশ্চিত করেছেন বিজিএমইএ ২য় সহ-সভাপতি এস এম মান্নান কচি। তিনি বলেন, অনুদানের পরিমাণ আরো বাড়তে পারে। দুর্যোগকালীন সময়ে শ্রমিকদের পাশে দাঁড়ানোর নৈতিকতা বোধ থেকেই মালিকরা এভাবে এগিয়ে আসছেন। যা এ শিল্পের জন্যই ভালো (Utpal Das এর ফেসসবুক স্ট্যাটাস থেকে সংবাদটি সংগৃহীত)

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:০৫

ফাহাদ রহমান খান কবির বলেছেন: উদ্যোগ ভালো তবে এই অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে পারলে তবেই আমরা একে অন্তত হ্যাবোধক ভাবব

২| ২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:১১

আব্দুর রহমান মিল্টন বলেছেন: সঠিক @ফাহাদ রহমান খান কবির

৩| ২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:২৭

রাজ হাসান বলেছেন: ভাল উদ্যোগ,তবে কথায় আছে না বলা থেকে করে দেখানো অনেক বেশী কঠিন।কাজেই এই অর্থ যাতে করে যারা পাওয়ার যোগ্য তারাই যেন পায় সেটাই এখন বড় বিষয়।গ্রামে রিলিফ দেয়ার লিস্টে কিন্তু চেয়ারম্যান এর পরিবার এবং আত্মীয় স্বজনরাই আগে থাকে,অসহায় দুস্থ মানুষেরা কিন্তু থাকেনা।এই সকল বিষয় মাথায় রেখে যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে ক্ষতিগ্রস্থ মানুষদের হক যথাযথ ভাবে নিশ্চিত করতে হবে।

৪| ২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনুদানের টাকা নিহতদের পরিববারের সদস্যদের দেয়ার পাশাপাশি আহতদের চিকিৎসা এবং পুর্নবাসনের কাজে ব্যয় করা হবে বলে নিশ্চিত করেছেন বিজিএমইএ ২য় সহ-সভাপতি এস এম মান্নান কচি।

এই নিশ্চয়াতা যেন বাস্তবায়িত হয়। প্রকৃতদের দূর্গতদের কল্যানে।

৫| ২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৩০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনুদানের টাকা নিহতদের পরিববারের সদস্যদের দেয়ার পাশাপাশি আহতদের চিকিৎসা এবং পুর্নবাসনের কাজে ব্যয় করা হবে বলে নিশ্চিত করেছেন বিজিএমইএ ২য় সহ-সভাপতি এস এম মান্নান কচি।

এই নিশ্চয়তা যেন বাস্তবায়িত হয়। প্রকৃতদের দূর্গতদের কল্যানে।

৬| ২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৩১

বলাক০৪ বলেছেন: Din e din e joto bariachhe dena....

৭| ২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৭

টেকনিসিয়ান বলেছেন: দেশে মনে হয় বেক্সিমকো লিঃ, বেক্স টেক্স লিঃ নামে কয়েকটি কোং আছে? এদের কি অনুদান দেওয়া মানা নাকি?

৮| ২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৮

জাহাজ ব্যাপারী বলেছেন: Bangladesh Garment-worker Murderers’ and Executioners’ Association = BGMEA (Non-compliance compliant version)

৯| ২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৯

শফিক১৯৪৮ বলেছেন: এগুলো লেোকদেখানো, যে টাকা কোনদিন আসল ভিকটিমরা পায়না, নিজেরাই রেডিসনে খরচ করে। আর বিজিএমইর বিকেএমইর টাকার জোরের জন্য আজ অবধি কোন হারামি খুনী গার্মেন্টস মালিকের কোন শাস্তি হয়নি।টাকার জন্য হা করে থাকা সরকারেরও এসব ব্যাপারে ইচ্ছা কম থাকে তা তো সবাই জানেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.