নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চোখ যেখানে যেমন...

আমার আমি ....

আব্দুর রহমান মিল্টন

শ্রমজীবি মানুষের চোখের এক ফোঁটা জল মুছে দেয়া আমার নিরন্তর প্রয়াস....

আব্দুর রহমান মিল্টন › বিস্তারিত পোস্টঃ

গ্রান্ডফ্লোরে গার্মেন্টস/ পোষাক কারখানা করা হোক সাভারে শ্রমিক হত্যার সংখ্যা দাঁড়িয়েছে ১হাজারে

১০ ই মে, ২০১৩ রাত ১২:০২





অ্যালেক্স্র-হ্যালির বিখ্যাত উপন্যাস রুটস ক্রীতদাসের বা শ্রমিকের বেদনা জর্জরিত জীবনের আলেখ্য। প্রাচীন গ্রিসে, আরবে, ইউরোপে, আমেরিকায় এসব শ্রমিক-দাস কেনা-বেচা হতো। মুখাবয়ব মলিন, যন্ত্রনাক্লিষ্ট, ক্ষীন স্বাস্থ্য, অসহায় এসব শ্রমিক-ক্রীতদাসের নিজস্ব কোন ইচ্ছা, হাসি-কান্না, বিশ্রাম ছিল না। তার সব কিছু নির্ভর করেছে মালিকের উপর। তার জীবন-মৃত্যুর নির্ধারক এই মালিক। কারন তারা মালিক দ্বারা ক্রীত।.... হিসাব মিলিয়ে দেখুন শত শত বছর পর আজকের সভ্য-ভব্য সমাজেও শ্রমিকদের জীবন-মৃত্যুর নির্ধারক এই মালিক।.. তাইতো বাংলাদেশের সাভারে পোষাক কারখানায় প্রতিদিন লাশের মিছিল।... আর ক্ষমতার মসনদে এই মালিকদের প্রভুরা থাকে।

বলতে পারেন সাভার বাদে পৃথিবীতে একসঙ্গে হাজার শ্রমিক খুনের আর কোন নজির আছে..? এভাবে প্রায়শ্বই জানালা-দরজা বন্ধ করে পুড়িয়ে মারার নজির আছে...? এক একটা ঘটনা ঘটে.. আর আমরা আহা করি, উফ্ করি, দু টাকা দিয়ে মাথায় হাত বুলিয়ে দিই...একটু রাজনীতি করি.. এভাবে দিন যায় রাত আসে... এক সময় আমরা সব ভুলে যায়.... তার পর আবারো বাতাশে লাশের গন্ধ ছড়িয়ে পড়ে..! কোন মা, কোন বাবা, কোন বোনের আর্তনাদে থমকে দাড়ায় প্রকৃতিও ।

কেবল আমাদের বোধদয় হয়না। শ্রমিকের লোনা ঘমে যে মালিক কোটিপতি হয়, যে বাংলাদেশ মাথা তুলে দাড়ায়, অর্থনীতির বড়াই করে..বোধদয় হয় না কেবল সে রাষ্ট্রযন্ত্রের..!........... আর হত্যা নয়, আর ক্রীতদাস বা শ্রমিক নির্যাতন-হত্যা নয়। এদের উন্নত পরিবেশ বান্ধব কাজের সুযোগ দিন, অর্থনীতির চাকা সচল রাখতে পোষাক কারখানাগুলো কঙ্কাল কোন বহুতল ভবনে না রেখে নীচতলা বা গ্রান্ডফ্লোরে করুন।.. আজই পদক্ষেপ নিন.... সোনার বাংলা গড়তে শ্রমিকদের মূল্যায়ন করুন, তাদের সর্ব নিন্মবেতন দিন এমন ভাবে যাতে তারা উর্ধ্বগতির দ্রব্যমূল্যের বাজারে কোন রকম খেয়ে পরে টিকতে পারে। তাদের দাবি-দাওয়ার কথা শুনুন, শিল্প পুলিশের নামে তাদের উপর টিয়ারশেল আর দমনপীড়ন নয়।.. মেহনতি মানুষের মুক্তি হোক। আমরা শ্রমিকের বেদনা জর্জরিত জীবন দেখতে চাই না।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০১৩ রাত ১২:১৯

এরিস বলেছেন: খুব মর্মস্পর্শী লেখা। আমরা নিরাপত্তার কথা বলে আসছি অনেক আগে থেকেই, শোনার মানুষ কই?? অমানুষগুলো আছে টাকা বানানোর তালে। ওদের নেশা না ছুটলে শ্রমিক বাঁচবে কি করে????

২| ১০ ই মে, ২০১৩ রাত ১২:২৭

আব্দুর রহমান মিল্টন বলেছেন: সঠিক বলছেন,ওদের নেশা না ছুটলে শ্রমিক বাঁচবে কি করে? @এরিস

৩| ১০ ই মে, ২০১৩ সকাল ৮:২৬

মুহসিন বলেছেন: সেটাই। দমন নিপীড়নের পরিবর্তে সত্যিকার সহানুভূতি নিয়ে তাদের সমস্যা সমাধানে এগিয়ে আসা হোক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.