নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চোখ যেখানে যেমন...

আমার আমি ....

আব্দুর রহমান মিল্টন

শ্রমজীবি মানুষের চোখের এক ফোঁটা জল মুছে দেয়া আমার নিরন্তর প্রয়াস....

আব্দুর রহমান মিল্টন › বিস্তারিত পোস্টঃ

তবে কি জাতি কে আরোও একটি যারজ নির্বাচন দেখতে হবে...?

০১ লা জুন, ২০১৩ রাত ১০:৫৫





হয়তো ১৫ ফেব্রুয়ারীর মতো নির্বাচন হবে না, হয়তো মাগুরা স্টাইলের নির্বাচন হবে না কিন্তু তার চেয়েও জঘন্যতম বা ইতিহাসের কলংকিত এক জাতীয় নির্বাচন এ জাতি কে দেখতে হতে পারে। আবার নির্বাচন নাও হতে পারে... এ জাতীয় কথা উঠেছে জোরালো ভাবে, বলতে পারেন সাংবিধানিক মতেই নাকি বছরের পর বছর দেশ চলতে পারে বা সম্ভব। দেখুন ৫ বছরের নির্ধারিত মেয়াদের আর মাত্র কয়েকমাস বাকি অথচ দেশে নির্বাচনী কোন আলামতই নেই। প্রধান বিরোধী দল সহ অন্যান্য দলের উপর দমন-পীড়ন, হামলা-মামলা, নির্যাতন যে হারে বেড়ে চলেছে তাতে কোন ভাবেই প্রমান করে না সরকার একটি সুষ্ঠ নির্বাচন চাই। তারা দূরে থাকুক এ যেন আওয়ামী সরকারের একমাত্র প্রার্থনা।একটি কথা বলি, এরশাদ কিন্তু পুলিশ দিয়েই ৯বছর ক্ষমতায় থেকেছে.. সে পথে হাটছে আওয়ামীলীগও।



স্বৈরাচার এরশাদ কে আমের আচার বানিয়ে আওয়ামীলীগ একটি নির্বাচনী অশ্বডিম পাড়তে পারে.. তাদের সাথে হয়তো হাসানুল হক ইনুর মতো বাম(!) নেতা থাকতে পারেন। সব মিলিয়ে আগামীতে জাতীয় সংসদ নির্বাচনের কলংকিত অধ্যায় রচনা করতে যা যা করার দরকার তা বেশ ভালো ভাবেই করছে তারা।

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০১৩ রাত ১১:১৬

মদন বলেছেন: +

২| ০১ লা জুন, ২০১৩ রাত ১১:৪৬

হাসান কালবৈশাখী বলেছেন:
তাহলে ছেচড়ার মত সিটিকর্পরেশন নির্বাচনে যোগ দেয়া কেন?

আগের নির্বাচনে কেন গেলাম না ..! আপচুচ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.