নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চোখ যেখানে যেমন...

আমার আমি ....

আব্দুর রহমান মিল্টন

শ্রমজীবি মানুষের চোখের এক ফোঁটা জল মুছে দেয়া আমার নিরন্তর প্রয়াস....

আব্দুর রহমান মিল্টন › বিস্তারিত পোস্টঃ

গনতন্ত্র শাটডাউন !

২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:১৪





এটা অস্বাভাবিক, মানা যায় না, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠনের আহ্বান জানানোর একদিনের ব্যবধানে একই সাথে ঢাকায় অনির্দিষ্ট কালের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ করে করে এ ব্যাপারে পক্ষে-বিপক্ষে সাধারণ মত প্রকাশ, ক্রিয়া-প্রতিক্রিয়া, মিছিল-মিটিং করার অধিকার হরণ করা হলো । ঘরের ভেতরেও সভা-সমাবেশ নিষিদ্ধ। দমন-পীড়ন শুরু আবার সরকার গঠনের আহ্বান।



তাহলে কিভাবে সর্বদলীয় সরকারের রুপরেখা পাওয়া যাবে? বিরোধী দলের সহায়তা পাওয়া যাবে ? দশ কথার পরেই না একটা সমাধান আসে, তাহলে কেন শোনা হবে না সেকথা, কেন হবে না উন্মুক্ত বা রাজপথের আলোচনা-সমালোচনা। এটা কি বাকশালীয় গনতন্ত্র ? বিরোধী দলের ডেডলাইন ২৫ অক্টোবর তো অনেক দূরে...! তার ৫দিন আগেই দেশের চরম সংকটময় মূহুর্তে রাজনীতির রুদ্ধশ্বাস অবস্থায় মুখ বন্ধ করা হলো ! তবে কি গনতন্ত্র শাটডাউন ?

সরকার চরম দমন-পীড়নের দিকেই যাচ্ছে, যতক্ষন না তাদের মনপূত নির্বাচন প্রক্রিয়া শুরু হচ্ছে ততক্ষন প্রযুক্তি আইন, সম্প্রচার নীতিমালার আইন, ডিএমপি আইন, জনপ্রশাসন, পুলিশ সবকিছু কাজে লাগাবে আওয়ামীলীগ!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: বিস্ময়কর! নয়????????

ডিজিটাল বাকশালের রুপরেখাই ফুটে উঠছে কর্মে, মূখে যাই বলুক না কেন???

যত বদ্ধতা, যত কন্ঠরোধ, যত স্বেচ্ছাচার, যত নিয়ন্ত্রনের চেষ্টা- ইতিহাস স্বাক্ষী ততবারই বিস্ফোরন হয়, হয়েছে নিউটনের তৃতীয় সূত্রানুসারেই!!!!!

২| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৪৫

নীলআকাশ৩১৭ বলেছেন: "এটা অস্বাভাবিক, মানা যায় না" কেন ভাই, আমি তো মনেকরি এটাই স্বাভাবিক । এটা করা ছারা শেখ হাসিনার সামনে কি আরও পথ খোলা আছে? আই মিন আর কোনো উপায় তো দেখিনা । গত ৫ বছরের কাজ কামে, বালের মতো পুরানো একটা রাজনিতিক দলের এত খারাপ সিচুয়েশন, যে ভয় পাইছে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.