![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শ্রমজীবি মানুষের চোখের এক ফোঁটা জল মুছে দেয়া আমার নিরন্তর প্রয়াস....
এটা অস্বাভাবিক, মানা যায় না, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠনের আহ্বান জানানোর একদিনের ব্যবধানে একই সাথে ঢাকায় অনির্দিষ্ট কালের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ করে করে এ ব্যাপারে পক্ষে-বিপক্ষে সাধারণ মত প্রকাশ, ক্রিয়া-প্রতিক্রিয়া, মিছিল-মিটিং করার অধিকার হরণ করা হলো । ঘরের ভেতরেও সভা-সমাবেশ নিষিদ্ধ। দমন-পীড়ন শুরু আবার সরকার গঠনের আহ্বান।
তাহলে কিভাবে সর্বদলীয় সরকারের রুপরেখা পাওয়া যাবে? বিরোধী দলের সহায়তা পাওয়া যাবে ? দশ কথার পরেই না একটা সমাধান আসে, তাহলে কেন শোনা হবে না সেকথা, কেন হবে না উন্মুক্ত বা রাজপথের আলোচনা-সমালোচনা। এটা কি বাকশালীয় গনতন্ত্র ? বিরোধী দলের ডেডলাইন ২৫ অক্টোবর তো অনেক দূরে...! তার ৫দিন আগেই দেশের চরম সংকটময় মূহুর্তে রাজনীতির রুদ্ধশ্বাস অবস্থায় মুখ বন্ধ করা হলো ! তবে কি গনতন্ত্র শাটডাউন ?
সরকার চরম দমন-পীড়নের দিকেই যাচ্ছে, যতক্ষন না তাদের মনপূত নির্বাচন প্রক্রিয়া শুরু হচ্ছে ততক্ষন প্রযুক্তি আইন, সম্প্রচার নীতিমালার আইন, ডিএমপি আইন, জনপ্রশাসন, পুলিশ সবকিছু কাজে লাগাবে আওয়ামীলীগ!
২| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৪৫
নীলআকাশ৩১৭ বলেছেন: "এটা অস্বাভাবিক, মানা যায় না" কেন ভাই, আমি তো মনেকরি এটাই স্বাভাবিক । এটা করা ছারা শেখ হাসিনার সামনে কি আরও পথ খোলা আছে? আই মিন আর কোনো উপায় তো দেখিনা । গত ৫ বছরের কাজ কামে, বালের মতো পুরানো একটা রাজনিতিক দলের এত খারাপ সিচুয়েশন, যে ভয় পাইছে ।
©somewhere in net ltd.
১|
২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:১৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: বিস্ময়কর! নয়????????
ডিজিটাল বাকশালের রুপরেখাই ফুটে উঠছে কর্মে, মূখে যাই বলুক না কেন???
যত বদ্ধতা, যত কন্ঠরোধ, যত স্বেচ্ছাচার, যত নিয়ন্ত্রনের চেষ্টা- ইতিহাস স্বাক্ষী ততবারই বিস্ফোরন হয়, হয়েছে নিউটনের তৃতীয় সূত্রানুসারেই!!!!!