নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চোখ যেখানে যেমন...

আমার আমি ....

আব্দুর রহমান মিল্টন

শ্রমজীবি মানুষের চোখের এক ফোঁটা জল মুছে দেয়া আমার নিরন্তর প্রয়াস....

আব্দুর রহমান মিল্টন › বিস্তারিত পোস্টঃ

হেজবুত তাহরীর নিষিদ্ধ কিন্তু হেজবুত তওহীদ কেন নয়..?

১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৫৭





দেশের পত্র আর দি নিউজ নামে দুটি পত্রিকা রয়েছে,আশুরা উপলক্ষে আজ সব ধরনের পত্রিকা বন্ধ থাকলেও সারাদেশে লাখ লাখ কপি দেশের পত্র বিতরণ করা হয়েছে। যেটা হেজবুত তওহীদর। আমরা দেখি বিভিন্ন সময়ে এ সংগঠনের নেতা-কর্মীদের আটক করা হয় গোয়েন্দা সংস্থার মাধ্যমে। দেশের গোয়েন্দা সংস্থাগুলো তাদের কার্যক্রমও মনিটর করে।কিন্তু আরো গভীরভাবে খতিয়ে দেখা উচিত। গনমাধ্যম তৈরী করে এরা জালের মতো প্রচার-প্রচারনায় নেমেছে। অসংখ্য বই-পুস্তক,লিফলেট প্রত্যন্ত অঞ্চলে তাদের কর্মী বাহিনী বিতরণ করে চলেছে । সব ধরণের সংগঠন এমন কি মাঠ পর্যায়ের প্রেসক্লাবগুলোও তারা এসবে ছেয়ে দিচ্ছে। আর ঢাকায় একুশের বই মেলা থেকে শুরু করে গ্রামাঞ্চলের মেলাতেও তাদের প্রচার কার্যক্রম চোখে পড়ে।



তাদের নেতা জনাব মোহাম্মদ বায়াজীদ খান পন্নী,বাড়ি

টাঙ্গাইলে।

খেয়াল করবেন তারা তাদের পত্রিকা,প্রচারপত্রে মতামত,ভুমিকা সম্পাদকীয়তে কিন্তু প্রচলিত ইসলাম ধর্ম ও রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে এক ধরনের জিহাদ ঘোষনা করেছে।

রাষ্ট্রব্যবস্থা সম্পের্ক তারা বলছে- ‍‍"আজ সমস্ত পৃথিবীতে কোথাও স্রস্টার,আল্লাহর সার্বভৌমত্ব নেই, মানব জাতীর সমিষ্টগত জীবনে আজ মানুষেরই সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয়েছে, আর এটাই হচ্ছে দাজ্জালের দাবি। রাজতন্ত্র, সমাজতন্ত্র,গনতন্ত্র,সাম্যবাদ, এক নায়কতন্ত্র এগুলো সবই দাজ্জালের বিভিন্ন রুপ.."দেশের পত্র,১৬ নভেম্বর, পৃষ্ঠা-৭)। আর এই দাজ্জাল প্রতিরোধ করে যারা মৃত্যু বরণ করবে তারা শহীদ! ধর্ম আর রাস্ট্র ব্যবস্থা নিয়ে হাজারো উস্কানী,জিহাদী বয়ান তারা করে চলেছে।

বর্তমানে নিষিদ্ধ জঙ্গী সংগঠন হেজবুত তাহরীরের নেতা-কর্মীরা ব্যানার পাল্টিয়ে হেজবুত তওহীদ রুপ ধারণ করেনি তো..?

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:০৫

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: সঙ্গঠনগুলো চরমপন্থী।
পোস্ট ভাল লেগেছে ভাই।

২| ১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:১১

আবুল হাসান নূরী বলেছেন: দেশের পত্র পত্রিকাটি ঈদের দিনেও বিক্রি হতে দেখেছি।

৩| ১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:১১

আব্দুর রহমান মিল্টন বলেছেন: ধন্যবাদ @গোলাম দস্তগীর লিসানি

৪| ১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:০৭

উড়োজাহাজ বলেছেন: বর্তমানে নিষিদ্ধ জঙ্গী সংগঠন হেজবুত তাহরীরের নেতা-কর্মীরা ব্যানার পাল্টিয়ে হেজবুত তওহীদ রুপ ধারণ করেনি তো..?

প্রশ্নটা কি বুঝে করেছেন, না কি আন্দাজে ঢিল মারলেন?
হেযবুত তওহীদের জন্ম ১৯৯৫ সালে। আর হিযবুত তাহরীর বাংলাদেশে এসেছে ১৯৯৮ সালে। হেযবুত তওহীদ একটি দেশীয় অরাজনৈতিক আন্দোলন আর হিযবুত তাহরীর একটি আন্তর্জাতিক সংগঠন যারা প্রায় ২০টির মত দেশে নিষিদ্ধ। তারা প্রচলিত রাজনীতির বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত।

হেযবুত তওহীদ যদি আজ সমস্ত পৃথিবীতে কোথাও স্রস্টার,আল্লাহর সার্বভৌমত্ব নেই, মানব জাতীর সমিষ্টগত জীবনে আজ মানুষেরই সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয়েছে, আর এটাই হচ্ছে দাজ্জালের দাবি। রাজতন্ত্র, সমাজতন্ত্র,গনতন্ত্র,সাম্যবাদ, এক নায়কতন্ত্র এগুলো সবই দাজ্জালের বিভিন্ন রুপ.. এই কথা বলে তাহলে সমস্যা কোথায়?
এতে আপনারই সমস্যা মনে হচ্ছে কেন?

হেযবুত তওহীদের নাড়ি নক্ষত্র সম্বন্ধে এদেশের প্রশাসন জানে। শত মামলার পরও কোন নাশকামূলক কাজের সাথে এর কোন সদস্য জড়িত তা প্রমাণ করতে পারে নি। হেযবুত তওহীদ বে-আইনী কথা বলে না।

আর উপরোক্ত কথা যদি অবৈধ হয় তাহলে এবং এ জন্য যদি আপনি হেযবুত তওহীদকে নিষিদ্ধ ঘোষণা চান তাহলে আগে আপনার ঘরে থাকা কোরান এবং রসুলের হাদীস নিষিদ্ধ করার জন্য অনুরোধ করুন।

আমি হেযবুত তওহীদের একজন সদস্য। নতুন করে আপনার কার্যক্রম দেখে একটা কথাই মনে পড়ছে। আর তা হোল হাতি ঘোড়া গেল তল, ভেড়া বলে কত জল!
অপপ্রচার করার যা আছে জানমাল দিয়ে করতে থাকুন। আমাদেরকে নিস্তার দেবেন না। আপনাদের কাছে আমরা তা আশা করি না। ১৮ বছর যাবত ইসলাম বিদ্বেষী এবং ধর্মজীবী, ধর্মব্যবসায়ী কথিত আলেম ওলামাদের অপপ্রচার আমরা মোকাবেলা করে এসেছি। পারলে থামান।

কিন্তু মনে আপনাদের মনে রাখা উচিত হেযবুত তওহীদকে কেউ রুখতে পারবে না। কারণ এটি আল্লাহর মনোনীত দল। হেযবুত তওহীদকে আল্লাহই পরিচালনা করেন। জানি আপনাদের কাছে এটা অবাক মনে হবে। ইনশা আল্লাহ হেযবুত তওহীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে তার বিন্দুমাত্র ক্ষতি করতে পারবেন না। চেষ্টা করতে থাকুন সর্বশক্তি দিয়ে।






৫| ১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:১৯

হকেরআলো বলেছেন: দৈনিক দেশের পত্রের

৬| ১৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ৭:৫০

শাহাদাত রুয়েট বলেছেন: সহমত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.