![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শ্রমজীবি মানুষের চোখের এক ফোঁটা জল মুছে দেয়া আমার নিরন্তর প্রয়াস....
বহুল আলোচিত দশম জাতীয় সংসদ নির্বাচনের এই কথিত তফসিল গনতন্ত্র হত্যাকারী ..... এটা কালো তফসিল, ১৬ কোটি মানুষ কে অন্ধকারে ঠেলে দিল এই ঘোষনা । সব দলের অংশগ্রহণ ছাড়া এটা আওয়ামাীলীগের জন্যও হবে আত্মঘাতী, ক্ষমতাশীন দল হিসাবে তারা কাপুরুষের মতো কাজ করল, এটা পেছন দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা । আর নির্বাচন কমিশন মেরুদন্ডহীন.... ঘৃনাভরে প্রত্যাখান করছি এই ঘোষনা। গনতন্ত্রের জন্য, ভোটের জন্য আবার রাজপথের লড়াই কে অনিবার্য করে তুলল এই কালো তফসিল । তত্বাবধায়ক বা সর্বদলীয় সরকার গঠন করে সব দলের অংশ গ্রহনে অবিলম্বে অবাধ নিরপেক্ষ সুষ্ঠ নির্বাচনের পরিবেশ তৈরী করুন... আমরা আর সংঘাত, রক্তপাত চাই না ।
©somewhere in net ltd.
১|
২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৩২
ক্যাপ্টেন ম্যাকক্লাস্কি বলেছেন:
বিএনপি তো আলোচনা বা সংলাপে আসছে না।
একমাস ধরে একাধিক বার সরাসরি খালেদা ও ফকরুলকে আমন্ত্রন জানিয়েও লাভ হয়নি।
প্রবল সহিংসতা চালিয়ে আওয়ামীলিগকে বিধ্বস্ত ও কোনঠাসা না করা পর্যন্ত জামাত বিএনপিকে নির্বাচনে যেতে দিবে না, হাসিনা সরকার থেকে সরে গেলেও না।
শান্তিপুর্ন নির্বাচনে জামাত-বিম্পির কোন সম্ভাবনা নেই।