![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শ্রমজীবি মানুষের চোখের এক ফোঁটা জল মুছে দেয়া আমার নিরন্তর প্রয়াস....
এত রক্তপাত, এত হানা-হানি, এত সহিংসতা, এত কাঁন্না, এত যন্ত্রনা, এত দুর্ভোগ.... এরপর কি ? কাদের ক্ষমতায় বসাতে চাই আমরা..? অবাধ-নিরপেক্ষ নির্বাচনের জন্য এই যে সংগ্রাম তাতে লাভ কি..?
ধরে নিচ্ছি একতরফা নির্বাচনের পর আরোও একটি নির্বাচন হবে এবং বিএনপি দলীয় জোট ক্ষমতায় আসবে, তখন কি হবে? এই বিএনপি কি সরে আসবে টেন্ডারবাজি-চাঁদাবাজি, হামলা-মামলা, দলীয়করণ আর হাওয়া ভবনের হাওয়া থেকে..? জাতির কাছে তারা তেমন কোন ওয়াদা কি করেছে, কি তাদের ইশতেহার, তাতে নতুনত্ব কি থাকবে? হবে কি মুটে-মুজুর আর শ্রমিকের দিন-বদল..? আসবে কি নতুন প্রজন্মের মেধার উপর ভর করে স্বপ্নের সুন্দর বাংলাদেশ। ধর্মান্ধ আর মৌলবাদের ছায়া থেকে বেরিয়ে আসতে পারবে কি দলটি..? যদি এসব দিকে নজর দেয়া না হয় তবে ক্ষমতার পরিবর্তন দরকার নেই ! উত্তপ্ত কড়াই বা জ্বলন্ত চুলা কোনটিই চাই না আমরা।
২| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:২৭
েফরারী এই মনটা আমার বলেছেন: "বলুন , হে আল্লাহ্! আপনি সমস্ত সাম্রাজ্যের মালিক! আপনি যাকে ইচ্ছা করেন তাকে সাম্রাজ্য প্রদান করেন, আবার যার কাছ থেকে ইচ্ছা করেন রাজত্ব ছিনিয়ে নেন, আর যাকে খুশী সম্মানিত করেন, আবার যাকে খুশী অপমানিত করেন, - আপনার কাছেই রয়েছে কল্যাণ. নিঃসন্দেহ আপনি সব - কিছুর উপরে সবসময় সর্বশক্তিমান.।" -(সুরা আল-ইমরান/২৬)
৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:০৫
কলাবাগান১ বলেছেন: "ধর্মান্ধ আর মৌলবাদের ছায়া থেকে বেরিয়ে আসতে পারবে কি দলটি..? "
৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪২
সীমাহীন ভালবাসা বলেছেন: আপনি বুঝবেন না,,আপনি হয়তো আওয়ামীপন্থী তাই এ ভাবে বলেছেন,আপনার চোখে বি এন পি ধর্মান্ধ তাই আপনি তাদের চাচ্ছেন না কিন্তুু এ দেশে বি এন পি অনেক বার ক্ষমতায় এসেছে,, আওয়ামীলীগ যে বঙ্গবন্ধুর দল বলে চেচামিচি করে তবুও ও বি এন পির অবস্থান আওয়ামীলীগ এর চেয়ে ভালো,আপনার কাছে যা মৌলবাদ তা সাধারন জনগনের কাছা আস্বির্বাদ স্বরুপ,আপনি যেমন জঙ্গিবাদ বলে নাক সিটকাবে তেমন আপনাকে নাস্তিক বলে মনে করবে,, জনতার কাছে ছেরে দিতে বলেন,প্রমান হয়ে যাক আওয়ামীলীগ এর মেরুদন্ডে জোর কতটুকু
©somewhere in net ltd.
১|
১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:০০
েফরারী এই মনটা আমার বলেছেন: যাদের লোভ ও লালসার আগুনে পুড়ছে ছাপ্পান্ন হাজার বর্গমাইল , তাদের প্রত্যাখান করার জন্য না ভোটের পূণঃ প্রচলন চাই ।
Click This Link