নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চোখ যেখানে যেমন...

আমার আমি ....

আব্দুর রহমান মিল্টন

শ্রমজীবি মানুষের চোখের এক ফোঁটা জল মুছে দেয়া আমার নিরন্তর প্রয়াস....

আব্দুর রহমান মিল্টন › বিস্তারিত পোস্টঃ

'মার্চ ফর ডেমোক্রেসি..............

২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৯





আর হরতাল অবরোধ নেই...স্বস্তি ফিরল আগামী কয়েকদিনের জন্য। ২৯ ডিসেম্বর থেকে বেগম খালেদা জিয়া 'মার্চ ফর ডেমোক্রেসি' নামে নতুন কর্মসূচী দিলেন। অর্থাৎ গনতন্ত্রের জন্য ঢাকা অভিমুখে যাত্রা ২৯ ডিসেম্বর থেকে.. দলীয় ও জোট নেতাকর্মী সহ সব শ্রণী-পেশার মানুষ কে শরীক হতে বলছেন এ ব্যাতিক্রমী কর্মসূচীতে। সাধুবাদ জানায় এ শান্তিপূর্ণ কর্মসূচীকে। তবে এটা নিঃসন্দেহে কৌশলী আন্দোলন হতে যাচ্ছে, বিভ্রান্তিতে পড়ল সরকার । অব্যহত অবরোধ আন্দোলনে যখন অচল দেশ, তখনই ইউটার্ণ... স্বস্তি পেল জাতি, তবে কথা থেকে গেল... হাজারো প্রশ্ন সামনে এলো, রাজনীতির বল ঠেলে দেয়া হলো সরকারী সীমানায়।

কৌশলী এজন্য বলছি যে এরই মেধ্যে উদ্ভট নজীরবিহীন প্রহসনের নির্বাচন করতে গিয়ে আওয়ামীলীগ এখন একা হয়ে পড়েছে দেশী তো বটেই আন্তর্জাতিক অঙ্গনেও।

এ অবস্থায় ২৯ ডিসেম্বর ঢাকার পল্টনে গিয়ে সেখানে কি সমাবেশ হবে, হলে কবে কখন কোথায় ! নাকি তাহেরীর স্কয়ার এর মতো বিরোধী দলগুলোর লাখ লাখ কর্মী-সমর্থকের অব্যহত অবস্থান কর্মসূচী! নাকি ঢাকা অচল হবে! কি জাতীয় কর্মসূচী থাকবে সর্বাত্মক আন্দোলনের এই চুড়ান্ত মুহুর্তে!... কি কি হতে পারে!

এ অবস্থায় জনসমর্থন হারিয়ে ফেলা সরকারী দল আওয়ামীলীগ কে মানে অস্তমিত সূর্য কে কেহ যদি কূর্ণীশ না করে। আগের বারের ঢাকা চলো কর্মসূচী ঠেকাতে গিয়ে নদীতে নদীতে, ঘাটে-ঘাটে, রাস্তায়-রাস্তায়, টার্মিনালে-টার্মিনালে যানবাহন, লঞ্চ-স্টিমারের কৃত্তিম সংকট তৈরী করা হয়েছিল, ব্যবহার করা হয়েছিল প্রশাসন কে, বিরোধী দল অভিযোগ করেছিল গন গ্রেফতার করা হয়েছিল সে ঢাকা চলো আন্দোলন থামাতে। বিরোধী দলগুলো সেসব চিন্তা নিশ্চয় মাথায় রেখে এবারে পা বাড়াচ্ছে।

সেনাবাহিনী যেন একতরফা এ নির্বাচনে না আসে বা জনগনের মুখোমুখি না দাড়ায় সে ব্যাপারেও সংবাদ সম্মেলনে আহব্বান জানালেন খালেদা জিয়া। ২৯ ডিসেম্বর জাতীয় পতাকা হাতে ঢাকা অভিমুখে যাত্রা'র যে কর্মসূচী তাতে বাধা না দিতে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাইলেন।

প্রশ্ন হচ্ছে, সরকার কি করবে এই চুড়ান্ত মুহুর্তে? আইন শৃঙ্খলার অবনতি হতে পারে উল্লেখ করে পারবে কি থামিয়ে দিতে 'মার্চ ফর ডেমোক্রেসি'। এটাও তো সত্য সারাদেশে যে অবস্থা চলছে, যে নাশকতা চলছে তাতে অবশ্যই আইন-শৃঙ্খলা বাহিনী কে সর্বাত্মক সজাগ-সতর্ক থাকতে হবে। তবে সরকার যদি এখন থেকে দমনাভিযান শুরু করে বা কেউ কেউ বলা শুরু করেছে শুরু হলো সরকারী হরতাল!

যায় হোক সময়ই বলে দেবে কি পরিস্থিতি দাঁড়াতে যাচ্ছে। তবে খালেদা জিয়ার 'মার্চ ফর ডেমোক্রেসি' নামের রাজনৈতিক বল এখন ঠেলে দেয়া হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বা সরকারের বা আওয়ামীলীগের সীমানায়।

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৩

পাঠক১৯৭১ বলেছেন: মনে হচ্ছে শান্তিপুর্ণ হবে, বার্ণ ইউনিটে ভর্তি হওয়ার পর পোস্ট দেবেন, আমরা আপনাকে দেখতে যাবো; আপনি কি খেতে পছন্দ করেন, কলা নিয়ে আসবো?

২| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫১

ইউরো-বাংলা বলেছেন: খালেদা জিয়া সমোপযোগী কর্মসূচী হাতে নিয়েছেন। আমরা প্রবাস থেকে আকুন্ঠ সমর্থন জানালাম।

৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৩

রেন বলেছেন:

এটাও দেখতে পারেন Click This Link

৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: একণ আর জাতিসংঘের চিটি আসে না;)

১/১১এ তো এক চিঠির জোরেই ক্ষমতা দখলে চলে গেল!!!
জাতিসংঘ মিশনে আর সৈন্য নেবে না!!

সৈনদের চাকুরী বাঁচাতে গণতন্ত্রকে গলাটিপে অচেতন করা হল!

আবার গণতন্ত্র আইসিইউতে!

এইবার সেনাবাহিনী কি করে দেখা যাক। আমাজনতার মিশে যায়! নাকি জনবিচ্ছিন্ন স্বৈরাচারী সরকারের পক্ষে দাড়ায়!!!!!!!!!!!!!!!!!!!!!!

৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০০

মুশে হক বলেছেন: দেশের মানুষকে পাগলে কামড়ায় নাই যে ডেমোক্রেসি ফর দি রাজাকারের জন্য ঢাকায় আসবে।

৬| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০১

মো: আবু তাহের বলেছেন: আমার মনে হয় তৃতীয় কোন পক্ষ ক্ষমতায় না আসলে দেশে স্বস্তি আসবে না!

৭| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৯

ক্ষমতাসীন দল বলেছেন: আপনারা সবাই যে যেখানে থাকুন লাল হলুদ পতাকা হাতে করে নিয়ে আসবেন । দুর্দান্ত আন্দোলনের প্রস্ততি নিন । আপনাদের সবাইকে ঢাকায় আমন্ত্রন জানানো হলো ।

৮| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৬

তীর্থক বলেছেন: আপনি যুদ্ধাপরাধীদের রক্ষা করতেই এসব পোষ্ট দিচ্ছেন ;-)

৯| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩১

আকাশ মামুন বলেছেন: গণতন্ত্রকে রক্ষার্থে আন্দোলন সবসময়ই হতে হবে। বিরোধীদলীয় নেতার বক্তব্য কৌশলী এটা বলা যায়। তবে তিনি সংখ্যলঘুদের হামলা (যদিও আমি সংখ্যা লঘু শব্দটা ব্যবহার করতে রাজী নই। কারণ যাদের বাড়ীতে হামলা হচ্ছে তার আওয়ামীলীগের নেতা এই পরিচয়ই বড়। সংখ্যলঘু বলে বাংলাদেশী সাম্প্রদায়ীক সম্প্রীতিকে হেয় করা হয়। আওয়ামীলীগ যখন ক্ষমতায় থাকে তখন যে সংখ্যালঘু হামলা হয় তারা বিএনপির নেতা কর্মী থাকে। তাই সংখ্যা লঘু না বলে ভিন্নমতালম্বীরা রাজনৈতিক প্রতিহিংসার স্বীকার শিরোনাম দিতেই স্বাচ্ছন্দ বোধ করি।), যুদ্ধাপরাধ নিয়ে সুস্পষ্ট বক্তব্য থাকলে ভাল লাগতো।

১০| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪৬

দখিনা বাতাস বলেছেন: জাতিসংঘ কিছু কইবো আর সেনাবাহিনী তাগো মিশনের চাকরি রাকার লাইগ্গা জাপাইয়া পড়বো-- এমন আশায় যারা আচেন তাগো জন্য বিরাট খারাপ খবর আছে আজকে। মানকি পুন ( রাজাকাররে ফাসি না দিতে ফুন করার পরতে ওরে এই নামেই ভালো লাগে আমার) বাংলাদেশ থেকে আরো এক ব্যাটলিয়ন (৮০০) সেনা চাইছে পিস মিশনে। পেপারে দেখলাম মোট ১৪০০ সেনা যাইবো।

১১| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩১

শামীম সুজায়েত বলেছেন: হরতাল-অবরোধ কর্মসূচি থেকে পিছিয়ে এসে "মার্চ ফর ডেমোক্রেসি" নামে লংমার্চ টাইপের কর্মসূচি দেয়ায় বিএনপির শুভ বুদ্ধির উদয় হয়েছে বলে মনে হয়। তবে এ কর্মসূচি সফল করতে সকল পেশা ও বয়সের নারী-পুরুষকে জাতীয় পতাকা হাতে রাজপথে আসার যে আহবান খালেদা জিয়া জানিয়েছেন, তা কোন ভাবেই সফল হতে দেবেনা আওয়ামী লীগ সরকার।
তারা নিজেরাই হরতাল দিয়ে দেবে! নিরাপত্তার অযুহাত তুলে খালেদা জিয়ার বাড়ির নিরাপত্তা বৃদ্ধি করণসহ রোববারে খালেদা জিয়াকে গৃহবন্দী করে রাখা হতে পারে বলে অনুমান। একই সাথে সারাদেশে ট্রেন, বাস ও ফেরী চলাচল বন্ধ করে রাখার সমূহ সম্ভাবনা রয়েছে।

আওয়ামী লীগের আচরণ এমনই ইঙ্গিত দেয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.