![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শ্রমজীবি মানুষের চোখের এক ফোঁটা জল মুছে দেয়া আমার নিরন্তর প্রয়াস....
.
প্রার্থী শূন্য, ভোটার শূন্য ৫জানুয়ারীর প্রহসনের নির্বাচন দেখলাম...অন্যদলের কথা বাদ দিলাম,সেখানে খোদ আওয়ামীলীগের নেতা-কর্মী-সমর্থকরাই ভোট দিতে যায়নি! অনেক কিছু লেখা যায় নির্বাচন নিয়ে কিন্তু লিখলাম না। শুধু মাত্র সেনাবাহিনী কে অভিনন্দন জানাতে এ এক লাইন লিখছি .. তা হলো এই নির্বাচনে সত্যিই জনগনের মুখোমুখি দাঁড়ায়নি দেশ-মাতৃকার সেবায় নিয়োজিত জাতির শেষ ভরসা সেনাবাহিনী । তারা কোন ধরনের বাড়াবাড়ি, মার-ধর, আটক,গ্রেফতার, হয়রানি,জুলুম.. এমন কি কারো সাথে উচ্চ স্বরে কথাও বলেনি। শুধু সরকারের একটি প্রতিষ্ঠান হিসাবে ভোটের দায়িত্ব পালন করেছেন..যতটুকু না করলে নয় সেইটুকুই....তাই অভিনন্দন তাদের । একদলীয় একতরফা নির্বাচন দেশবাসি চাই না.. সেকথা সেনাবাহিনীও জানে....।
২| ০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৩
গ্রাম্যবালক বলেছেন: সেনাবাহিনীর দায়িত্ব ছিল সরকারকে এই প্রহসনের নির্বাচন থেকে নিবৃত করা।
তা হলে দুই ডজন জীবন বাচত আর সরকারী ৫০০ কোটি টাকা সাশ্রয় হত।
কারনঃ জনতা নয় অস্ত্র ই সকল ক্ষমতার উৎস।
৩| ০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫০
পাঠক১৯৭১ বলেছেন: ভোটে ৩ জন বাংগালী ও ২১ জন সন্ত্রাসী মারা গেছে!
৪| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৬
মতিউর রহমান মিঠু বলেছেন: ২১ জন সন্ত্রাসী! সন্ত্রাসী কি মানুষ না? ২১ জন যে সন্ত্রাসী এই তথ্য আবাল bal এর দালাল পাঠক১৯৭১ তোমারে কে দিল? দালালী বন্ধ কর বেয়াদব।
©somewhere in net ltd.
১|
০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৪
পাঠক১৯৭১ বলেছেন: আপনার কি ভোট প্রসব করা দরকার?