নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চোখ যেখানে যেমন...

আমার আমি ....

আব্দুর রহমান মিল্টন

শ্রমজীবি মানুষের চোখের এক ফোঁটা জল মুছে দেয়া আমার নিরন্তর প্রয়াস....

আব্দুর রহমান মিল্টন › বিস্তারিত পোস্টঃ

জনগনের কাতারে থাকলেও বিশ্ববাসীর নজর থাকবে তার দিকে একজন খালেদা কে দেখতে চাই জনগনের হৃদয়ের রাণী হিসাবে...

০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫২





নতুন সরকার গঠিত হওয়ার পর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বিরোধীদলীয় নেতার পদের পাশাপাশি মন্ত্রীর পদমর্যাদায় পাওয়া সরকারি সুযোগ-সুবিধাও হারাচ্ছেন।জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার পদটি একজন পূর্ণমন্ত্রীর পদমর্যাদার। বেতন-ভাতাসহ অন্যান্য সুযোগ সুবিধাও মন্ত্রীর মতো পান। তাঁকে ঢাকা মহানগর পুলিশ থেকে একজন হেড কনস্টেবল, একজন নায়েক ও ছয়জন কনস্টেবলসহ মোট আটজন হাউস গার্ড দেওয়া হয়। এর বাইরে বিশেষ শাখা (এসবি) থেকে দুজন গানম্যান পালাক্রমে নিরাপত্তার দায়িত্ব পালন করেন।

বিরোধীদলীয় নেতা সরকারি একজন একান্ত সচিব (পিএস), একজন সহকারি একান্ত সচিব (এপিএস), দুজন ব্যক্তিগত কর্মকর্তা, একজন বাহক, দুজন এমএলএসএস ও একজন বাবুর্চি পেয়ে আসছিলেন। বাড়ি গাড়ির সুবিধাও পেয়ে থাকেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। বিরোধী দলের প্রধান বেতন পান ৫৩ হাজার ১০০ টাকা। এ ছাড়াও চিকিত্সা, ভ্রমণসহ অন্যান্য ক্ষেত্রেও সুবিধা পেয়ে থাকেন।

১৯৯১ সালের পর থেকে খালেদা জিয়া হয় প্রধানমন্ত্রী, না হয় বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করে এ ধরনের সরকারি সুযোগ-সুযোগ পেয়ে আসছিলেন। কিন্তু এবার বিরোধী দলবিহীন একতরফা প্রহসনের নির্বাচনে খালেদা জিয়া অংশ না নেওয়ায় এ ধরনের সরকারি সুবিধার বাইরে চলে যাচ্ছেন।

তিনি জনগনের কাতারে থাকলেও বিশ্ববাসীর নজর থাকবে তার দিকে...।দেশের ক্রান্তিলগ্নে সবাই তার দিকেই তাকিয়ে আছে, গণতন্ত্র ধ্বংসের দশম সংসদ নির্বাচনে বিরোধী দলীয় নেতার লেভেল থাক বা না থাক। আমরা পছন্দ করি আর নাই করি তিনিই দেশের সর্বাপেক্ষা জনপ্রিয় নেত্রী, আশির দশকের স্বৈরাচার পতন আন্দােলনে গণতন্ত্রের সংগ্রামে তিনি খ্যাতি পান আপোষহীন নেত্রী হিসাবে।

বর্তমানে রাজপথের ধুলোই, মুটে-মুজুর আর মেহনতী মানুষের কাতারে থেকে তিনি এ দেশটাকে আরো আপন করে নিবেন, জন সম্পৃক্ততা থাকে তেমন আন্দোলন করবেন এমনটিই প্রত্যাশা করি...একজন খালেদা কে দেখতে চাই জনগনের হৃদয়ের রাণী হিসাবে।

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৫

মিতক্ষরা বলেছেন: ধন্যবাদ। আমিও সেরকম একটি লেখা লিখেছিলাম।

http://somewhereinblog.net/blog/rang

২| ০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৬

মিতক্ষরা বলেছেন: লিংক এটা:

http://somewhereinblog.net/blog/rang/29914591

৩| ০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:০২

আব্দুর রহমান মিল্টন বলেছেন: খুব সুন্দর লিখেছ, ধন্যবাদ @মিতক্ষরা

৪| ০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৩

মামুন হতভাগা বলেছেন: জি অবশ্যই,পেট্রোল বোমা মেরে সাধারণ মানুষের জীবন ও জানমাল ধ্বংস করে জনগণের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার যে আন্দোলন করছেন,তাতে অবশ্যই তিনি জনগণের নেত্রীর সম্মান রেখেছেন। :#) :#)

৫| ০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:১৪

পাঠক১৯৭১ বলেছেন: মেহনতি মানুষদের ৪৫০ কোটী টাকার সম্পত্তি ১৯৮৩ সালেই ২ টাকায় কিনেছে, ওকে ডামী!

উনি ইডিয়টদের মাথার মনি হয়ে তাদের মাথায় পেসাব করবেন বাকী জীবন!

৬| ০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:২৩

মেনন আহমেদ বলেছেন: আপনি তো হতভাগাই থেকে গেলেন,দেখছেন না ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে কারা পেট্রোল বোমা মেরে সাধারণ মানুষের জীবন ও জানমাল ধ্বংস করেছে। উদোর পিন্ডি বুদোর ঘাড়ে প্রবাদটা শুনেছেন কখনো???@মামুন হতভাগা

৭| ০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:২৪

নতুন বলেছেন: বর্তমানে রাজপথের ধুলোই, মুটে-মুজুর আর মেহনতী মানুষের কাতারে থেকে তিনি এ দেশটাকে আরো আপন করে নিবেন, জন সম্পৃক্ততা থাকে তেমন আন্দোলন করবেন এমনটিই প্রত্যাশা করি...একজন খালেদা কে দেখতে চাই জনগনের হৃদয়ের রাণী হিসাবে।


এই কথা গুলি শুনতে খুবই ভাল লাগে... কিন্তু বাস্তবে আমাদের নেত্রীরা এই রকমের স্বপ্নও দেখে না...

সময় ই নতুন কাওকে ক্ষমতায় নিয়ে আসবে আর এই দুই ডাইনি কে ছুড়ে ফেলবে জনতা...

৮| ০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩৪

HHH বলেছেন: খালেদা জিয়ার জীবনে অনেক সংগ্রাম, আন্দোলন, কষ্ট, নীপিড়ন নীহিত আছে। উনি পায়ে হেঁটে, রিক্সায় চড়ে, ট্রেনে চড়ে সাধারণ মানুষের দারে দারে ঘুড়ে বেড়িয়েছে। যা তাকে মানুষের হৃদয়ের কাছাকাছি নিয়ে গেছে অনেক আগেই। তার উপরে উনি আজীবন ব্যক্তিগত কুৎসা রটানো, গীবত করা ও শ্রুতিকটু উক্তি থেকে নিজেকে বিরত রেখেছেন। যা তার মর্যাদা আরো বৃদ্ধি করেছে।

বেগম খালেদা জিয়ার জন্য শুভ কামনা।

রেস্পেক্ট

৯| ০৯ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৪:৫৪

েফরারী এই মনটা আমার বলেছেন: আমাদের দেশের কোন রাজনৈতিক দলের কোন নেতাই দেশ বা জনগনের জন্য রাজনীতি করে না, আদর্শে জন্য করে না ।সবাই নিজের জন্যেই রাজনীতি করে । বড়জোর নিজ পরিবারের জন্য ,দলের জন্য করে । সে বর্তমান প্রধানমণ্ত্রীই হোক আর বিরোধীদলীয় নেত্রীই হোক,এরশাদ সাহেবই হোক আর সাবেক প্রেসিডেন্ট বদরূদ্দোজা চৌধূরীই হোক। সে ৭১'রণান্গনে বীর যোদ্বা আবদুল কাদের সিদ্দীকিই হোক আর দেলোয়ার হোসেন সাইদীই (দেইল্ল্যা রাজাকার) হোক। সাকাচৌই হোক আর তেতুঁল হুজুর(যদিও এদের নামের সাথে হুজুর শব্দটি লেখা ঠিক নয )শফি সাহেবই হোক।
এদের মধ্যে কেউ একত্তরের চেতনা ফেরী করে বন্ধু বেশে শত্রু প্রতিবেশী দাদাদের আশির্বাদের(!) জন্য দেশের স্বার্থ বিকিয়ে দেয়,কেউ বা জাতীয়তাবাদী চেতনা ফেরী করে বন্ধুবেশি শত্রু , বিশ্ব সন্ত্রাসী মার্কিন যুক্তরাস্ট্রের আস্থা অর্জনের জন্য সবকিছু করার অন্গীকার করে,কেউ ইসলাম রক্ষার দোহাই দিয়ে জণগনের জানমালের ক্ষতি করে বেড়ায় ইত্যাদি ইত্যাদি ।
এদের মধ্যে অনেক দ্বন্দ্ব লক্ষ্য করা গেলেও এরা সকলেই মুলতঃ এক ও অভিন্ন আদর্শে (?) বিশ্বাসী। কি সেই আদর্শ ?
Click This Link

১০| ০৯ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৭:৫২

দি সুফি বলেছেন: হৃদয়ের রাণী

১১| ০৯ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৪৪

রাফা বলেছেন: এর জন্য শেখ হসিনাকে অন্তত একটা ধন্যবাদ দেন।ক্যান্টনমেন্টের রাজ-প্রাসাদ থেকে জনতার কাতারে নিয়ে আসার জন্য।
এখন পুতুল খেলা বাদ দিয়ে রাজনৈতিক চর্চা করতে বলেন তাহোলেই কুইন হলেও হোতে পারে আপনাদের হ্রদয়ে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.