নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চোখ যেখানে যেমন...

আমার আমি ....

আব্দুর রহমান মিল্টন

শ্রমজীবি মানুষের চোখের এক ফোঁটা জল মুছে দেয়া আমার নিরন্তর প্রয়াস....

আব্দুর রহমান মিল্টন › বিস্তারিত পোস্টঃ

চোখ যেখানে যেমন......

১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৪





বিএনপি নেতাদের ব্যর্থ আন্দোলনের কারনেই জনমত জনসমর্থন থাকা স্বত্তেও দলটি নির্বাচন আদায় ও ক্ষমতায় যেতে ব্যর্থ হযেছে। ঢাকার নেতারা যেমন মাঠে নামেনি তেমনি বিভিন্ন বিভাগের নেতারাও আন্দোলনে মাঠে নামেনি। আমি আমার নিজের বিভাগ খুলনার কথা বলতে পারি।এ বিভাগের কোন জেলাতেই দুর্বার প্রতিরোধ হয়নি।

দেখুন, আওয়ামীলীগ প্রহসনের এই নির্বাচনের পর ক্ষুব্ধ দেশবাসী তথা বিরোধী দলগুলোর আন্দোলন থামাতে জরুরী অবস্থা জারির কথাও ভাবছিল, তাদের ইন্ডিয়ান মুখপত্র আনন্দবাজার তেমন আভাসই দিয়েছিল কিন্তু লুটেরা,পলায়নপর,ভীরু, কাপুরুষ বিএনপি নেতারা শত শত কোটি টাকার মালিক হয়ে নিজ নিজ ঘরের শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে অসহায় খালেদার মজা দেখছে! টিভির চাররঙা ছবিতে নিজেকে মজিয়ে রেখেছে। বেগম খালেদা জিয়া কে অনেক কিছুই নতুন করে ভাবতে হবে। কর্মীরা এখন পুরোপুরি হতাশ ঢাকা সহ দেশের অধিকাংশ নেতাদের কার্যক্রমে।

আপনি বলতে পারেন... ধড়-পাকড়, গুলি, গ্রেফতার, দমন-পীড়ন, নির্যাতনে কিভাবে কি হবে, নেতাদের কিইবা করার আছে। হ্যাঁ.. এমনটিই হয় গণআন্দোলনে... এসব মাথায় রেখেই নেতা হতে হয়, রাজনীতিবিদ হতে হয়, দলের হাল ধরতে হয়।দু:সময়ে ঘুরে দাঁড়াতে হয়।

যদি না পারেন দায়িত্ব নিয়েন না, চাষাবাদ, ব্যবসা-বানিজ্য করুন। ঘর-সংসার পরিবার পরিজনের সময় দিন... আরো অনেক কিছু করুন। সস্তা, ভন্ডামীর রাজনীতি ছাড়ুন...। বিএনপির জনপ্রিয়তা কে ধ্বংস করবেন না।.....এটিই কিন্তু বিএনপির কর্মী-সমর্থকদের মাঠের কথা মনের কথা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.