![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শ্রমজীবি মানুষের চোখের এক ফোঁটা জল মুছে দেয়া আমার নিরন্তর প্রয়াস....
অকপট সত্য এবং ঘটনার নির্মোহ ব্যবচ্ছেদ করার নায়ক চলে গেলেন মানব দৃশ্যপট থেকে। তিনি আর কেউ নন, বলছিলাম প্রবীণ সাংবাদিক এবিএম মূসা'র কথা । মুক্ত মনের আলোই যিনি দেখতেন সবকিছু। বাংলাদেশের রাজনৈতিক দৈন্যতা,ক্ষমতা আকড়ে ধরার ছলচাতুরি, ক্ষমতালোভী রাজনীতিবিদদের মিথ্যাচার, আক্রোশ, হিংসা গণতন্ত্রের কফিন এসব তিনি দেখলেন শেষ বিদায়ে । বার্ধক্যে এসে তাইতো টকশোগুলোতে আড়োষ্ঠ কন্ঠেও ক্ষোভ ঝরত অকপটে । তিনি পদক, পদ-পদবি, বিশেষ দূত কোন কিছুরই প্রত্যাশা করেননি। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব কে ভালবাসতেন...ভালবাসতেন তার দলটিকে, কিন্তু তার উত্তরসুরিদের ও দলের বিপথগামীতা দেখে কষ্ট পেতেন, তাই সমালেচনা করতেন...ছেড়ে কথা বলেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র । সর্বজন শ্রদ্ধেয় এ মানুষটিকে আওয়ামীলীগ ও দলের প্রধান ক্ষমতার মোহে ভূল বুঝেছে । থাক এসব কথা...আমার খুব মনে পড়ছে মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী'র কথা। তিনি এবিএম মূসাকে অনেক গুরুত্ব দিতেন, ভূলপথে চলা গণমাধ্যম, পথহারা জাতির দিক নির্দেশনার জন্য তার দ্বারস্থ হতেন, পরামর্শ চাইতেন। চ্যানেল আই সহ অন্যান্য টিভি'র টকশোগুলোতে আমি বুদ হয়ে দেখতাম আমার প্রিয় মানুষ সাংবাদিক এবিএম মূসা'র টকশোগুলো...
©somewhere in net ltd.