নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চোখ যেখানে যেমন...

আমার আমি ....

আব্দুর রহমান মিল্টন

শ্রমজীবি মানুষের চোখের এক ফোঁটা জল মুছে দেয়া আমার নিরন্তর প্রয়াস....

আব্দুর রহমান মিল্টন › বিস্তারিত পোস্টঃ

পানির অভাবে রাত ৯টা থেকে ২টা পর্যন্ত দাও দাও করে জ্বলতে থাকল অটবি কারখানা...

২৩ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৩৫

সাভারে কারবালা পরিস্থিতি...পানির অভাবে রাত ৯টা থেকে ২টা পর্যন্ত দাও দাও করে জ্বলতে থাকল অটবি কারখানা...অতপর কয়লা-ছাই হয়ে গেলে থেমে গেল আগুন। কিন্তু চোখের সামনে দেখা ছাড়া ফায়ার সার্ভিস কর্মীদের ১২ টি ইউনিটের কিছুই করার ছিল না । স্থানীয় স্বেচ্ছাসেবকরা বুক চাপড়িয়েছে, তারা কাজ করতে পারেনি, পানি বিনা হতবিহ্ববল হয়েছে সেখানকার মানুষ। আর আমরা টেলিভিশনের সামনে বসে টানা ৫ ঘন্টা দেখলাম যেন একটি নরককুন্ডু-ধ্বংসযজ্ঞ। সাভারের কারখানা এলাকায় ছিল না কোন পানির ব্যবস্থা, হায় মরুভুমি হয়ে গেল দেশটা । কিভাবে বাংলাদেশ ঘুরে দাড়াবে, কোন পথে, কাদের হাত ধরে..?



মধ্যরাতের অগ্নিকান্ডে সাভারে অটবি'র কারখানা সম্পূর্ণ পুড়ে ছাই, প্রাথমিক পরিসংখ্যান অনুযায়ী ক্ষতির পরিমান কয়েক শ কোটি টাকা আর পথে বসল কারখানায় কর্মরত হাজার হাজার শ্রমিক। দেশের বড় ধরনের ক্ষতি হলো অপ্রত্যাশিত এই অগ্নিকান্ডে। অটবি'র কাঠের সামগ্রী আসবাবপত্র দেশের গোন্ডি পেরিয়ে বিদেশে রপ্তানী হতো । সরকারের নিকট দাবি রইল স্বনামধন্য এই দেশীয় কারখানা কে ক্ষতিপূরণ দেয়ার..........

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:০৪

হেডস্যার বলেছেন:
দুঃখজনক। খাল বিল ভরাট করে আরো বেশি বশি কলকারখানা বানাও। পানির দরকার কি?

২| ২৩ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:০৪

ইঁদুর চিকার মারামারি, নষ্ট করে বসত বাড়ি বলেছেন: সরকারের নিকট দাবি রইল স্বনামধন্য এই দেশীয় কারখানা কে ক্ষতিপূরণ দেয়ার..........[/sb
ভাই আর কতো জনগণরে পুটু মারবেন!! এই অটবি তো কুইক রেন্টাল দিয়ে অনেক টাকা কামাইছে!! এইটা ওদের জন্য কিছুই না!! আপনি লোক ভালো না!! কেন জানি মনে হচ্ছে আপনি অটবির পেইড ব্লগার!!

৩| ২৩ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:০৫

কান্ডারি অথর্ব বলেছেন:


অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা

৪| ২৩ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:০৯

িফল্ড মার্শাল বলেছেন: দুঃখিত অটবি, তোমাকে সাহায্য করতে পারলাম না । তুমি পুড়ে শেষ হয়ে গেলে । আমরা ব্যথিত ।

৫| ২৩ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:১৬

ঢাকাবাসী বলেছেন: পানির দরকার কি আগে শত কোটি টাকা অর্থমন্ত্রীর চাদা দিয়ে গান গাইয়া লই! সাভারে পানি না থাকলে কি আসে যায়!

৬| ২৩ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৩৫

শাহ আজিজ বলেছেন: আহা , নিতুন দার কারখানাটি পূড়ে গেল ? টি ভি দেখা হয়নি গত কাল আজ সকালে । একতো অনিমেষের কাঁধে বিশাল ভার এসে পড়ল সাথে এতগুলো শ্রমিকের কর্মহীনতা । খারাপ লাগছে খুব ।

৭| ২৩ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৩৬

ম্যাংগো পিপল বলেছেন: হায় পানি ।

৮| ২৩ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৪২

অেসন বলেছেন: @ইঁদুর চিকা, আপনি মনে এতে আনন্দিত হয়েছেন! কুইক রেন্টালে সবাই
লাভবান হয় নাই। খবর নিয়ে লিখাটা ভাল। হাজার হাজার কর্মচারীর কথা
চিন্তা করে হলেও সবকিছুতে রাজনীতির গন্ধ না খুঁজাই শ্রেয়।

৯| ২৩ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২৭

ইঁদুর চিকার মারামারি, নষ্ট করে বসত বাড়ি বলেছেন: @ বেসন সাহেব আমি কি জন্য কথাটা বলছি আপনার ছোট মাথায় তা ঢুকবে না আসলে তা আশাও করি না!! লেখন বলছে অটপবিকে সুরকার ক্ষতিপূরণ দিতে হবে। আমার টাকায় হেরা ব্যাবসা করবো লাভ খাইবো আহ কি শান্তি!!

১০| ২৩ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৪৮

মেমননীয় বলেছেন: খাড়ান, পানি আইতাছে তিস্তা নদী দিয়া!
টেনসন লইয়েন না!

১১| ২৩ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫৩

পান্থজ০০৭ বলেছেন: ইদুর চিকার সাথে সহমত।

১২| ২৩ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:২৭

নাহিদ ইসলাম ৩৫০ বলেছেন: খুবি দুঃখজনক।



প্রযুক্তি বিষয়ক বাংলা ব্লগঃ আইডিয়া বাজ

১৩| ২৩ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৫১

নগরবালক বলেছেন: সরকার টাকা দিরে হবে কি কারনে বুঝতে পারলাম না। অগ্নি নির্বাপনের জন্য কারখানায় কি কোন ধরনের ব্যাবস্থা ছিলো। রিজার্ভ পানির কি কোন ব্যাবস্থা ছিলো। হেলথ এন্ড সেফটি রুলস ঠিক ভাবে মানলে এই রকম অবস্থা হউয়ার কথা না। আর সব কিছুরই তো বীমা করা আছে মনে হয়।

১৪| ২৩ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৫৪

অেসন বলেছেন: @ইঁদুর চিকা, আপনার বড় মাথায় হিসাবটা দেন, অটবী কুইক রেন্টালে
কত লাভ করেছে? ক্ষতিগ্রস্থ কোন পক্ষ সরকারের কাছে সাহায্য চাইতেই
পারে। সরকার তো বলে নাই ক্ষতিপূরন দিবে। বড় মাথা নিয়ে আগেই
লাফ দেন কেন?

১৫| ২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৩৯

ইঁদুর চিকার মারামারি, নষ্ট করে বসত বাড়ি বলেছেন: @বেসন তুমি এইটা কি কইলা!! =p~ =p~ =p~ =p~

১৬| ০১ লা মে, ২০১৪ বিকাল ৪:১১

আব্দুর রহমান মিল্টন বলেছেন: ধন্যবাদ@অেসন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.