![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শ্রমজীবি মানুষের চোখের এক ফোঁটা জল মুছে দেয়া আমার নিরন্তর প্রয়াস....
ফেসবুক খুলছে না প্রায় ১ঘন্টা ধরে...সমস্যা কি সারাদেশে..?
Sorry, something went wrong.
We're working on getting this fixed as soon as we can.
২| ১৯ শে জুন, ২০১৪ দুপুর ২:১১
অপ্রিয় সত্যের বাহক বলেছেন: আমারও ।
৩| ১৯ শে জুন, ২০১৪ দুপুর ২:১৫
নজের সনি বলেছেন: ফেসবুক বন্ধ বলে সামুকে মাধ্যম বানানো হচ্ছে নাকি
Sorry, something went wrong.
We're working on getting this fixed as soon as we can.
৪| ১৯ শে জুন, ২০১৪ দুপুর ২:২২
কেএসরথি বলেছেন: নজের সনি ভাই@ মাউস ঠিক করান
৫| ১৯ শে জুন, ২০১৪ দুপুর ২:২৩
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: আমি এই মাত্র ফেবুতে ক্লিকাইয়া আসলাম। এখন কাজ করছে।
৬| ১৯ শে জুন, ২০১৪ দুপুর ২:২৮
তপু১৬১০ বলেছেন: no prob
৭| ১৯ শে জুন, ২০১৪ দুপুর ২:৩২
সোহানী বলেছেন: কোথাওতো সমস্যা দেখি না।
৮| ১৯ শে জুন, ২০১৪ দুপুর ২:৩৬
আহসানের ব্লগ বলেছেন: কাজ চলছিল ওদের সার্ভারে ।
অথবা হ্যাকার দের কবলে পড়েছিল ।
৯| ১৯ শে জুন, ২০১৪ দুপুর ২:৫৬
ধলা বিলাই বলেছেন: এখন ঠিক হয়ে গেছে.
১০| ১৯ শে জুন, ২০১৪ বিকাল ৩:০৫
মরণের আগে বলেছেন: ফেবুত কাজকরে কিন্তু সামুতে ঢুকলাম টোর ব্রাউজার দিয়ে
১১| ১৯ শে জুন, ২০১৪ বিকাল ৩:১০
শাহ আজিজ বলেছেন: কই আমারতো সকাল থেকেই খোলা , এখনো ও কে !!!!!
১২| ১৯ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:১৭
গাধা গরু বলেছেন: আমার ফেসবুক একাউন্ট খোলাই ছিল
১৩| ১৯ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:২৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: সাময়িক অসুবিধায় ফেইসবুকের দুঃখপ্রকাশ
বৃহস্পতিবার দুপুরে বেশ কিছুক্ষণের জন্য ফেইসবুকে প্রবেশে সমস্যা হয় ব্যবহারকারীদের। একই সময় প্রায় ১৫ মিনিট বিশ্বের বিভিন্ন দেশেও এ সমস্যা দেখা দেয় বলে বিবিসি জানিয়েছে।
তবে ঠিক কতটি দেশে এ সমস্যা হয়েছে তা জানা যায়নি।
কেউ ফেউসবুকে ঢুকতে চাইলে লেখা আসে, “কোনো ত্রুটি হয়েছে। যত দ্রুত পারি আমরা এটা ঠিক করার চেষ্টা করছি।”
ফেইসবুকের এ সমস্যায় ইন্টারনেটে বেশ আলোচনা দেখা যায়। টুইটারে এ নিয়ে বেশ কথা চালাচালি হয়।
সমস্যার জন্য ক্ষমা চেয়ে ফেইসবুক কর্তৃপক্ষ বলেছে, “আজ সকালে একটি বিষয় আমাদের নজরে এসেছে যার কারণে কিছু সময়ের জন্য ফেইসবুকে পোস্ট করা যায়নি। দ্রুতই আমরা সমস্যার সমাধান করি এবং এখন ফেইসবুকে আর কোনো সমস্যা নেই।
“এর কারণে কোনো অসুবিধা হলে আমরা তার জন্য দুঃখিত।”
©somewhere in net ltd.
১|
১৯ শে জুন, ২০১৪ দুপুর ২:০৮
কেএসরথি বলেছেন: Yes