![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শ্রমজীবি মানুষের চোখের এক ফোঁটা জল মুছে দেয়া আমার নিরন্তর প্রয়াস....
"আপনি একজন নিরাপদ ব্লগার,আপনার লেখা সরাসরি প্রথম পাতায় সকল পোস্ট অংশে প্রকাশিত হবে। আর সম্পাদকের বিবেচনা সাপেক্ষে তা নির্বাচিত পাতায়ও প্রকাশ হতে পারে।"শর্তযুক্ত ৪টি ধাপ পেরিয়ে অনেক আগেই আমি সামহোয়্যার ইন ব্লগ(somewhereinblog)এর নিরাপদ ব্লগার হয়েছি। তাদের হিসাব অনুযায়ী আমি ব্লগ লিখছি গত ২বছর ২সপ্তাহ। মোট পোস্ট করেছি ১৬১টি লেখা। মন্তব্য পেয়েছি ৪৮৫টি। বিভিন্ন পোষ্টর মন্তব্য করেছি ১০৭টি, অদেখা মন্তব্য রয়েছে ৪৯, আর আমার ব্লগটি এ পর্যন্ত সবাই দেখছেন ১৭৫৮০বার।
নিরাপদ ব্লগার হিসাবে এ পর্যন্ত আমার লেখা সকল পোষ্ট বিভাগে প্রকাশ হয়ে আসছে আর সম্পাদকের বিবেচনা সাপেক্ষে তা নির্বাচিত পাতায়ও প্রকাশ হতে পারে। তবে এ পর্যন্ত আমার কোন লেখা নির্বাচিত পাতায় প্রকাশ হয়নি।
আজ ১০নভেম্বর ২০১৪ইং আমার একটি আনন্দের দিন, রাতে 'স্থপতি সৈয়দ মইনুল হোসেন’র পারিবারিক ইতিহাসের একটি অংশ কেন বলা হচ্ছে না ?' শিরোনামের লেখাটি নির্বাচিত পাতায় প্রকাশিত হয়েছে। অভিনন্দন জানায় সামুর সম্পাদক কে।
একটি কথা না বললেই নয় আজ থেকে ১৪ বছর আগ থেকে সংবাদ, আজকের কাগজ, মানবজমিন সহ বিভিন্ন দৈনিকের খোলা পেজে গল্প, নিবন্ধ-প্রবন্ধ, চিঠি-পত্র লিখেছি অনেক, হয়েছে প্রশংসা, হয়েছে সমালোচনা। একুশের বই মেলাতে এমএস প্রকাশনী সংবাদ'র জলসা পেজে প্রকাশিত একটি ছোটগল্প তাদের সংকলিত গল্পগ্রন্থে প্রকাশ করেছিল। কিছুদিন আগেও আমার এক বড় ভাই আজকের কাগজে প্রকাশিত আমার শিরোনামহীন একটি গল্প নিতে চেয়েছে শর্টফ্লিম বানানোর জন্য। আমি মতামত দিয়েছি তাকে, ধন্যবাদ জানিয়েছি। তবে বর্তমানে টেলিভিশনে মফ:স্বলে থেকে সাংবাদিকতার কারণে গত প্রায় ৯/১০ বছর লেখালেখি একেবারেই ছেড়েছি বলা চলে। কিন্তু সময়ের নতুন আবিষ্কার ফেসবুকে সমসাময়িক নানা বিষয়ে, প্রসঙ্গে, স্ট্যাটাস, কমেন্ট, মতামত দিয়ে আসছি নিয়মিত। তার মাঝে সামহোয়্যার ইন ব্লগ(somewhereinblog)এ গত ২ বছর লিখছি, তবে খুব কম সময় দিয়ে। দু-চার সপ্তাহ বা মাসও পার হয়ে যায় লেখা দিতে। যা হোক ভাল লাগল সামুর নির্বাচিত পাতায় প্রথমবারের মতো লেখা প্রকাশ হওয়ার জন্য। তাও ২ বছরের মাথায়, আমি আনন্দিত, আমি আনন্দিত। সামুর সব বন্ধু কে নিরন্তর শুভেচ্ছা আর ভালবাসা রই
©somewhere in net ltd.