![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শ্রমজীবি মানুষের চোখের এক ফোঁটা জল মুছে দেয়া আমার নিরন্তর প্রয়াস....
লাভ টা কি হলো, বাসচাপায় সহপাঠি/শিক্ষার্থী মৃত্যু নিয়ে এই যে দিনভর ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তান্ডব চালাল, প্রায় অর্ধশত বাস আগুনে জ্বালিয়ে দিল, ভাংচুর করল। ক্যাম্পাসজুড়ে ত্রাস সৃষ্টি হলো, ছাত্রীদের ভয়ে আতঙ্কে প্রাণ যায় অবস্থা, ছাড়তে হচ্ছে ক্যাম্পাস। পুলিশও ছিল অসহায়, বাধ্য হয়ে ছুড়েছে টিয়ারসেল-গুলি । ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক হয়ে পড়ল অচল।
আসলে সড়কে বাস চলাচলের জন্য যেসব ড্রাইভার, চালক থাকে তারা কতটা প্রশিক্ষিত, দক্ষ, শিক্ষাজ্ঞান, তাদের লাইসেন্স বা গাড়ির কি অবস্থা এসব দেখার দায়িত্ব তো আর ছাত্রদের নয়..? তবে দায়িত্ব কার?
বিআরটিএ এক কথায় সরকারের। সেই সরকার বাহাদুর কি করছে, এসব ব্যাপারে, সেই জবাব চাওয়া উচিত। অযথা গাড়ি ভেঙ্গে, গুলি খেয়ে, আহত হয়ে সাময়িক থমকে থাকে সব কিছু। তারপর, তারপর সব কিছু আগের মতো, নয় কি? এই তো আগের দিন প্রখ্যাত সাংবাদিক, লেখক জগলুল হায়দার চৌধুরী ঢাকায় প্রাণ দিলেন বাস চাপায়, কি হয়েছে কার..? কি আসে যায় সরকারের? আসলে সরকার যদি আন্তরিক না হয়, সংশ্লিষ্ট মন্ত্রনালয় যদি আন্তরিক না হয়, তবে এভাবেই প্রাণ যাবে, প্রাণ দিতে হবে.....
২| ০১ লা ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:১৯
আল-শাহ্রিয়ার বলেছেন: যেখানে মানুষ গরু ছাগল চিনলেই লাইসেনস পাওয়া যায় সেখানে এই ঘটনা দাল-ভাত। নৌপরিবহণ মন্ত্রী পরিবহণ শ্রমিকনেতা!!!!
©somewhere in net ltd.
১|
০১ লা ডিসেম্বর, ২০১৪ ভোর ৪:৪৬
মহান অতন্দ্র বলেছেন: তবে এভাবেই প্রাণ যাবে, প্রাণ দিতে হবে..... খুব হতাশাজনক । কিভাবে যে এইসব অনাকাঙ্খিত মৃত্যু রোখা যাবে ? খুব ভাববার বিষয় ।