![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শ্রমজীবি মানুষের চোখের এক ফোঁটা জল মুছে দেয়া আমার নিরন্তর প্রয়াস....
পুত্র শোকে কাতর খালেদা জিয়া হয়তো একা, আরো একা থাকতে চান, আরও কিছু সময়। মনে পড়ছে তার স্বামীর স্মৃতি বিজড়িত সেনা এলাকার বাসা ভেঙ্গে চুরে তাকে যখন বেরিয়ে আসতে বাধ্য করা হলো, তখন একেবারেই অবুজ শিশুর মতো করে কেঁদেছিলেন হাউমাউ কারে । কোথায় ক্যামেরা, কোথায় সাংবাদিক তা তিনি খেয়াল করেননি, তাই আমজনতা হয়েও দেখেছিলাম তার কান্না, যেটি সহজে কেউ দেখিনি।
আর এ বাড়ি নয় নিজ ছেলে। জ্বলছে দেশ, কয়লা হচ্ছে মানুষ, অসুস্থ গণতন্ত্রে তার দল, নেতা-কর্মী আর তার নিজের প্রায় গৃহবন্দীত্বের অবস্থা বাদ দিলেও মামলা আর কারাদন্ডাদেশ নিয়ে বিদেশ বিঁভুইয়ে থাকা সন্তান আরাফাত রহমান মারা গেছে। এই মুর্হুতে বেগম জিয়ার মতো করে শোকের সঙ্গী কি অন্য কেউ হতে পারে। আজকের গণতন্ত্রে যেন তুচ্ছ-তাচ্ছিল্লের মানুষ তিনি, অবমূল্যায়নের কি বাকি ছিল। তাই প্লিজ, তার শোক তাকেই কাটাতে দিন তার মতো করে।
২| ২৫ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:১৯
নতুন পাঠক বলেছেন: কাকে কি বুঝান ভাই ? ওরা মানুষ নয় । ওরা আওয়ামীলীগ । মৃত্যু নিয়েও এরা রাজনীতি করতে অনেক আগে থেকেই অভ্যস্ত।
৩| ২৫ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:১৯
আব্দুর রহমান মিল্টন বলেছেন: ধন্যবাদ @নুসরাতসুলতানা
৪| ২৫ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:২৬
আমার পথ চলা ১ বলেছেন: প্রধানমন্ত্রী শোকাহত বিএনপি নেত্রীকে সান্তনা দিতে যাবেন, তা ঠিক আছে। কিন্তু তার পিএস/এপিএসদের কে খালেদা জিয়ার অবস্থা জানানোর পরও তারা ভুল করবে কেন? তারা কেন প্রধানমন্ত্রীকে খালেদা জিয়ার অবস্থা সম্পর্কে অবহিত না করে, প্রধানমন্ত্রীকে নিয়ে চলে এলেন। তারা বিএনপি নেত্রীর অবস্থা বুঝে কাল বা পরশুও প্রোগ্রামটি ঠিক করতে পারত। এই অপ্রত্যাশিত ঘটনার জন্য দায়ী প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তারা।
©somewhere in net ltd.
১|
২৫ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:১৬
নুসরাতসুলতানা বলেছেন: আজকের গণতন্ত্রে যেন তুচ্ছ-তাচ্ছিল্লের মানুষ তিনি, অবমূল্যায়নের কি বাকি ছিল। তাই প্লিজ, তার শোক তাকেই কাটাতে দিন তার মতো করে।------ সহমত।