![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শ্রমজীবি মানুষের চোখের এক ফোঁটা জল মুছে দেয়া আমার নিরন্তর প্রয়াস....
আনুকূল্য হারিয়ে 'বিবর্ণ' আবেশে ঋতুরাজ বসন্ত এলো দুয়ারে। মনে আনন্দ নেই বলে কাব্যকথা আর স্নিগ্ধময়তার এ ঋতু বরণেও নাগরিক সমাজের বর্ণাঢ্য আয়োজন নেই। পালন-উৎসবের জৌলুস না থাকলেও নাগরিক মানসিকতার পরিবর্তনের কারণেই কিনা পূর্বাহ্নেই দিকে দিকে রব উঠে যায়-'ফাল্গুন এলো বসন্ত এলো'। যদিও এবার সে রব অনেকটাই ম্রিয়মাণ........
বাংলা ১৪২১ সনের শেষ ঋতু বসন্তের প্রথম দিন। মিলেমিশে একে অপরে একাকার হওয়ার দিন। প্রকৃতির পরিবর্তন আনুক মানবের মাঝেও আশা জাগানিয়া পরিবর্তন। হিংসা-হানাহানি, শোক-তাপ ভুলে সবাই মেতে উঠুক বসন্ত আবাহনে। অবগাহন করুক শ্রেণী-বিদ্বেষহীন প্রকৃতির মাঝে।
২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪৪
আব্দুর রহমান মিল্টন বলেছেন: ধন্যবাদ @নিলু
©somewhere in net ltd.
১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৬
নিলু বলেছেন: ভালো কামনা , লিখে যান